আমার কম্পিউটারে Windows 7 এর বর্তমান setup প্রায় এক বছর হয় চালাচ্ছি। এতোদিন সব ঠিকই ছিল। বেশ কিছুদিন ধরে নিম্নোক্ত সমস্যায় ভুগছি।
১. কম্পিউটার স্টার্ট করলেই এই ছবি আসে---
২. এরপর কম্পিউটার চালানোর সময় এই দুটি ছবি আসে---
৩. আর Black Screen Problem আছেই। নতুন করে Windows Setup না দিয়ে, কিভাবে বর্তমান setup কেই Re-activate করা যায়, অভিজ্ঞ ভাইয়াদের সাহায্য কামনা করছি।
ধন্যবাদ সবাইকে।
আমি সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনের সার্চ বক্সে windows activation key লিখে সার্চ দিন। অনেকগুলো টিউন পাবেন…… সেখান থেকে আপনার প্রয়োজনীয় টিউন টি খুজে আপনি আপনার সমস্যা সমাধান করতে পারেন।