অবশেষে অ্যাডসেন্স নামের সোনার হরিনের দেখা পেলাম।

আজ খুশিতে টেক পরিবারের সকলকে মিষ্টি খাওয়াতে মন চাইতেছে। কেন জানেন আজ আমি গুগল অ্যাডসেন্স নামের সোনার হরিনের দেখা পেয়েছি। খুশিতে আজি আমি আত্বহারা হয়েগেছি।

আমি বিগত এক বৎসরে মিনিমাম ১০ বার আবেদন করেছি কিন্তু পাইনি । এটার কারন হলো আমি google blogspot দিয়ে একটি ব্লগ তৈরী করেছিলাম কিন্তু এটা গুগল সমর্থন করলনা। আমি হতাশা হয়ে পরলাম কি করতে পারি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কয়েক দিন আগে একজনের একটা পোষ্ট দেখে আমি শেষ চেষ্ঠা করলাম। অবশেষে তাতেও সফল হলাম না। গুগল আমাকে মেইল পাঠালো আমার ঠিকানা নাকি ভূল দেয়া হয়েছে। এটা সংশোধন করার জন্য গুগল আমাকে একটা লিঙ্ক দিয়েছে আমি গতকাল আমার ঠিকানা সংশোধন করে দিলাম। আজ দেখি আমার কাছে মেইল এসছে Welcme To google Adsence- Congratulation Your google Adsence এই শিরোনামে আমিতো দেখে অবাক হয়ে গেলাম।

এখন আমার সমস্যা আমার কোন ইংলিশ ব্লগ নাই । আমি কি বাংলা ব্লকে এড ব্যাবহার করতে পারবো? যদি না পারি তাহলে কি করতে হবে দয়া করে যদি কমেন্ট করে বলতেন তাহলে উপকৃত হতাম।

কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

আজ আমি আমার বাংলা সাইটে Adsence ‍এড ব্যাবহার করেছি এখনো এড দেখোচ্ছে না।

এটা আমার সাইট

আমার আরেকটা কথা প্রিয় টিউনার ভাইয়েরা আপনারা কেও কি বলতে পারবেন আমার সাইটে প্রবেশ করলে কেন এই লেখাটি আসে। এটা কি হোষ্টিং এর সমস্যা না অন্য কোন সমস্যা দয়া করে বলবেন। আমার এই সমস্যা দুই দিন যাবৎ। আমি যার কাছথেকে হোষ্টিং নিয়েছিলাম সে বলছে এটা আমি করেছি। কিন্তু আমি জানি আজ ৪ দিন যাবৎ এডমিন প্যানেল এর ভিতরে প্রবেশ করিনি। এখন আমি কি করতে পারি।

আমার সাইট

এখানে

Error establishing a database connection

Level 0

আমি কামরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলা ব্লগ গুগল এখনো অনুমদন দেয়নি।

ভাই, আপনাকে অভিনন্দন… এবার একাউন্টটিকে রক্ষা করার জন্য এ পোস্টটি ফলো করুন… https://www.techtunes.io/outsourcing/tune-id/285629

Level 0

vai oto khusi hobar kicchu hoy nai! eta hosted account peyechen!! blogspot ar youtube chara kothao ad show korbena!! tao monder valo

Level New

যেটা পেয়েছেন সেটা কাজে লাগানোর চেষ্টা করুন, ফ্রান্কলি বলি যেটার জন্য এত খুশি হয়েছেন সেটা কাজে অনেকেই লাগাতে পারে না বা কাজে লাগায় না….. ধন্যবাদ

Level 0

এবার খুশি হয়েছেন তো?

Level 0

ভাই, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই একটু সাবধানে পথ চলবেন।

বাংলা এখন সার্পোট করে তবে ভিজিটর ভাল থাকতে হবে।

আমিও কিছুদিন আগে পেয়েছি তবে গুগলের সব নীতিমালা ফলো করে। প্রথমবার দিয়েছি এবং প্রথমবারই পেয়েছি ।

আর একটি কথা ভাই অনেক পুরানো এডসেন্স পাওয়া ভাইজানরা আছে যারা 1 বছর পরে পেমেন্ট পেয়েছে। আর আমরা একদিনেই কামাতে টাই 100 ডলার এর মতো । লোভ করা ভাল নয়। তাই ধিরে ধিরে সামনে এগোনো ভাল। ভাল থাকবেন।