আজ খুশিতে টেক পরিবারের সকলকে মিষ্টি খাওয়াতে মন চাইতেছে। কেন জানেন আজ আমি গুগল অ্যাডসেন্স নামের সোনার হরিনের দেখা পেয়েছি। খুশিতে আজি আমি আত্বহারা হয়েগেছি।
আমি বিগত এক বৎসরে মিনিমাম ১০ বার আবেদন করেছি কিন্তু পাইনি । এটার কারন হলো আমি google blogspot দিয়ে একটি ব্লগ তৈরী করেছিলাম কিন্তু এটা গুগল সমর্থন করলনা। আমি হতাশা হয়ে পরলাম কি করতে পারি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কয়েক দিন আগে একজনের একটা পোষ্ট দেখে আমি শেষ চেষ্ঠা করলাম। অবশেষে তাতেও সফল হলাম না। গুগল আমাকে মেইল পাঠালো আমার ঠিকানা নাকি ভূল দেয়া হয়েছে। এটা সংশোধন করার জন্য গুগল আমাকে একটা লিঙ্ক দিয়েছে আমি গতকাল আমার ঠিকানা সংশোধন করে দিলাম। আজ দেখি আমার কাছে মেইল এসছে Welcme To google Adsence- Congratulation Your google Adsence এই শিরোনামে আমিতো দেখে অবাক হয়ে গেলাম।
এখন আমার সমস্যা আমার কোন ইংলিশ ব্লগ নাই । আমি কি বাংলা ব্লকে এড ব্যাবহার করতে পারবো? যদি না পারি তাহলে কি করতে হবে দয়া করে যদি কমেন্ট করে বলতেন তাহলে উপকৃত হতাম।
কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
আজ আমি আমার বাংলা সাইটে Adsence এড ব্যাবহার করেছি এখনো এড দেখোচ্ছে না।
আমার আরেকটা কথা প্রিয় টিউনার ভাইয়েরা আপনারা কেও কি বলতে পারবেন আমার সাইটে প্রবেশ করলে কেন এই লেখাটি আসে। এটা কি হোষ্টিং এর সমস্যা না অন্য কোন সমস্যা দয়া করে বলবেন। আমার এই সমস্যা দুই দিন যাবৎ। আমি যার কাছথেকে হোষ্টিং নিয়েছিলাম সে বলছে এটা আমি করেছি। কিন্তু আমি জানি আজ ৪ দিন যাবৎ এডমিন প্যানেল এর ভিতরে প্রবেশ করিনি। এখন আমি কি করতে পারি।
আমার সাইট
আমি কামরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলা ব্লগ গুগল এখনো অনুমদন দেয়নি।