হেল্প: এডেসন্স এর চেক ভাঙ্গাতে ঠিক কত দিন সময় দরকার?

সবাই কে সালাম জানিয়ে আমি আজ প্রথম টেকটিউনস বল্গে  টি উন করছি, সরি টি উন বললে ভুল হবে, সাহায্য চাইছি, আমি একজন খুব সাধারণ মানুষ, পরিচয় দেয়ার মতো কিছুই নেই, থাকি গোদাগাড়ী, রাজশাহী। আমার এডসেন্স একাউন্ট এর বয়স মোটামোটি 1 বছর হবে, 130$, 109$, 105$, 179$, 185$, 136$, 214$ and  last chaque 185$ , প্রথম তিনটা চেক বাসায় আসে তখন্ও আমি দেশের বাইরে ছিলাম। যাইহোক আমি যা জানতে চাই, তা হচ্ছে এডসেন্সএর চেক ভাঙ্গাতে টোটাল কতদিন সময় লাগে? আমার চেকগুলো থেকে 45 দিনের আগে টাকা হাতে পায়নি। 214 ডলারের চেকটি প্রায় 56দিন জমা দেওয়া হয়েছে, আজকে খবর নিয়েও জানলাম চেকটা ক্যাশ হয়নি।  শাকিল ভাই ও অন্যান্যে এনেসন্সের গুরুদের কাছে অনুরোধ,  প্লিজ জানাবেন “এডসেন্সের চেক ভাঙ্গাতে কত সময় লাগে?” আর কোন ব্যাংকে জমা দিলে চেক গুলো তাড়াতাড়ি ভাঙ্গাতে পারি, প্লিজ পরামর্শ দেবেন?

বি: দ্র: আমার ব্যাংক একাউন্ট : ন্যাশন্যাল ব্যাংক লিমিটেড, গোদাগাড়ী শাখা, রাজশাহী(সিটি থেকে 33 কি: মি: দুরে)

Level 0

আমি bdtv24.ucoz.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ay hay… ami gotokal ekta cheque joma dilam ogroni bank e. 2 mash lagle to amr khobor ase! :'(

Level New

আমি IFIC ব্যাঙ্কের মতিঝিল শাখায় জমা দিয়ে ৬/৭ ব্যাংকিং ডে’তেই টাকা একাউন্টে পেয়ে গিয়েছি। ৪৭৫ টাকার মতো তারা সার্ভিস চার্জ নিয়েছিল।

Amar to charge maja maja 600 taka kata nai