পাসপোর্টের পৃষ্ঠা লেগে গেছে, খুলতে পারছিনা, আমার জরুরী দরকার। নতুন মেশিন রিডেবল পাসপোর্ট নেব, তাই আমার পুরানো হাতেলেখা পাসপোর্ট সারেন্ডার করতে হবে। কিন্তু পাসপোর্টে যে পেজে ছবি আছে ঐ পেজটা তার সামনের পেজের সাথে খুব শক্ত করে লেগে গেছে। কোন ভাবেই খুলতে পারছিনা। জোরাজুরি করলে ছিড়ে যাওয়ার উপক্রম হচ্ছে।
পদার্থবিদ্যার অনেক ধরনের কৌশল প্রয়োগ করলাম, কাজ হচ্ছেনা। মনে হচ্ছে এখানে রসায়ন ও পদার্থ বিদ্যার হাইব্রীড শক্তি ও কৌশল প্রয়োজন।
আমার টেকি ভাইদের কাছে দ্রুত পরামর্শ ও সহযোগিতা চাচ্ছি। কার্যকর এবং নিরাপদ সমাধান প্রয়োজন।
আমি মোহাম্মদ মাহ্ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ছোট ভাইয়ের পাসপোট এর ছবির পাতা এরকম আটকে গিয়েছিল। আগাঁরগাঁও পাসপোট অফিসের পাশ্বে এক লন্ড্রি দোকানে ঐ ব্যাটা ইস্ত্রি গরম করে ঐ পাতার উপর রেখে, তারপর বড় সুই দিয়ে ঐ পাতা দুটি সুন্দর করে আলাদা করল ফিস 50 টাকা।