শুধু মাত্র একটা আনইনস্টলই তো !!!

আমি আজ দুপুরে ব্লুস্ট্যাকস্ 4shared.com এ মাত্র ৯ এমবিতে পেয়ে সত্যিই অবাক হয়েছিলাম। ইন্সটল করার সময় প্রচুর দেরি হওয়ায় ক্লোজ করে দিই। পরে আবার ইন্সটল দিতে গেলে মেসেজ আসে, “Already Installed”। আনইনস্টল করতে গেলে বলে, “Program being installed, please wait”। কিছুক্ষণ পর একই কাজ করতে গেলে সব আপাত সফলই মনে হল, কিন্তু সত্যিই আনইনস্টল হল না! আমি অ্যাভিরা সিস্টেম স্পিডআপ দিয়ে আনইনস্টলের চেষ্টা করলাম, কিন্তু সেই একই ব্যাপার! মেজাজ খারাপ হয়ে গেলে ফাইল লোকেশন সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফোল্ডারটাই ডিলিট করে দিলাম। ডেক্সটপের ও স্টার্ট মেনুর শর্টকাটও ডিলিট করলাম। প্রোসেস ম্যানেজার দিয়ে ঐ প্রোগ্রামের সব সার্ভিস বন্ধ করলাম। কিন্তু কাজের কাজ তারপরও হল না; নতুন করে প্রোগ্রামটা ইনস্টল দিতে গেলে একই মেসেজ দেখায়। এরপর অ্যাভিরা দিয়ে কন্ট্রোল প্যানেলের প্রোগ্রাম এন্ড ফিচার থেকে ঐ প্রোগ্রামের নামটাও মুছে দিলাম! চূড়ান্ত ভুলটা করলাম এখানে। কাজতো হলই না, আনইনস্টল করার যাও কোন আশা থাকতো, এখন আনইনস্টল করার লিস্টেই এটার নাম নেই! রিইনস্টল হচ্ছে না, “Reset your PC without affecting files” অপশনটা কাজে লাগাতে গেলাম- বলে কি না কি মিসিং, সিডি চাচ্ছে!!!

যন্ত্রনার চূড়ান্ত!!! উফ্!!! আমার পিসি উইন্ডোজ ৮, প্লিজ, সমাধান জানলে কেউ এড়িয়ে যাবেন না। নিজের যথাসাধ্য চেস্টার পরও বারবার ব্যর্থ হলে টেকটিউন্সে না এসে উপায় থাকেনা। অপেক্ষায় থাকলাম সাহায্যের। শুধুমাত্র একটা আনইনস্টলই তো... আশাহত করবেন না।

Level 0

আমি Central Cyber Intelligence। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.