সাহাজ্য চাই ওয়ার্ডপ্রেস এর জন্য সাহাজ্য চাই।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমি খুব ভালা নাই। আমি একটা নতুন সমস্যায় পড়েছি। আমার একটি ব্লগ সাইট আছে ওব্লগবিডি ডট কম। আমি চাচ্ছি আমার কিছু গুরুত্ব্য পূর্ণ পোস্ট নিচের চিত্রের মত হোম পেইজে পিন করে রাখতে। প্লীস আমাকে সবাই সাহাজ্য করুন। কীভাবে আমি এটি করতে পারি প্লীস এক্সপার্ট ভাইরা বলেন। খুব সমস্যায় আছি। কেউ একটু সাহায্য করুন। অনেক

উপকৃত হব।

Level 0

আমি হাসান মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নাম আমার হাসান ; ওয়েব সাইট ডিজাইন করা আমার পেশা । আমার ব্লগ নাম ওব্লগবিডি.কম http://www.bdTuneS.com ছাএ তেমন ভালো না, পড়া লেখায় মন বসেনা, এই তো আমার জীবন ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পোস্ট স্টিকই (sticky) করুন হয়ে যাবে ।

Level 0

ভাই খারাপ অর্থে নিবে না। আপনি যেটা জানতে চাইছেন তা আমি জানি না। কিন্তু আপনার সাইডটি দেখলাম। টেকটিউনের কপি বলা যায়। চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভাল কথা কিন্তু নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নতুনত্ব কিছু করা সব চাইতে ভাল। আর আপনার সাইডে অসংখ বানান ভুল। শেষে যোগ করছেন সর্বস্বত্ব সংরক্ষিত কিন্তু সবই তো কপিরাইট। আর সাইড সেই ভাবে তৈরি করার আগে এড এর প্লেট ঝুলিয়ে দিয়েছেন। আগে তো র‌্যাংকে নেন। আর এতই খয়রাতি হয়েছেন যে 7 দিনের জন্য 50 টাকা। আরে ভাই আপনি তো দেখছি অন্যদের ডুবাইতেছেন। 7 দিনের জন্য যেখানে 20,000 টাকা সর্বনিম্ন রাখা হয় সেখানে…. ভাই ঘাটা ঘাটি করে সাইড তৈরি করেন। ধুম ধাম করে লাগছেন পরেন ধুম করে পরে যাবেন আর আর সবার মতো বলবেন অনলাইন থেকে আয় হয় না। ভাল থাকবেন।

    @Nil Balok: Bay আপনার যদি দরকার থাকে বলবেন। 7 দিনের জন্য 50 টাকাও দিতে হবে না। ফ্রী এড দিয়ে দিব।

এই টার জন্য পোস্টকে sticky করে রাখবেন । তারপর ইমেজ যোগ করার জন্য আপনার স্টিকি পোস্টকে সামান্য স্টাইল করে নিতে হবে

সাহাজ্য করার জন্য সকলকে ধন্যবাদ।