আমার মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেগুলোর উত্তর এই টেক টিউন থেকেই পাবো , বলে মনে হচ্ছে। তাই kindly একটু পড়ুন।
আমার মোবাইল টা তো রুট করেছি, এবার ভাবছি ফোনটার সিস্টেম টা কে Ice Cream Sandwich থেকে Jelly Bean করবো, কিন্তু আমি এই ফোনটার পুরনো সমস্ত ব্যাকআপ নিয়ে , আমার পিসি তে রাখতে চাইছি। অর্থাৎ পুরো ফোনের সিস্টেম os সহ সবকিছু। এবং এই ব্যাকআপ কি ভাবে পুনরায় ব্যাবহার করা যাবে সেই সম্বন্ধে বিস্তারিত জানতে চাই। আমি তো অনেক গুলো apk ব্যাবহার করলাম। সবই দেখি ভালো ব্যাকআপ নিচ্ছে, কিন্তু শুধু apps গুলরই । আমি চাইছি- পুরো romটা যেন সব নিয়ে ব্যাকআপ হয়। আমার ফোনের প্রোফাইল-samsung gt-s6012.
আমি বিশ্বজিৎ রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।