এ্যাডেসন্স পিন কোথায় পাই কইতে পারেন?

এ্যাডসেন্স পিন গুগুল থেকে চিঠির মাধ্যমে পাঠানোর কথা। কিন্তু সেই চিঠি আর আসল না। এখন আমার সাইটগুলোতে এ্যাড  বন্ধ করে রেখেছে। বলছে পিন দিতে। কিন্তু আমি কোথায় পিন পাব? কি বিপদে পড়লাম। কেউ কি সাহায্য করতে পারেন? কোথায় থেকে কিভাবে পিন সংগ্রহ করতে হবে?

Level 0

আমি সজল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার এ্যাডসেন্স একাউন্টে যদি ১০$ জমা হয়, তবে গুগল অবশ্যই আপনাকে পিন কোড পাঠাবে। যদি ১০$ হবার পরও পিন না পাঠায় তবে হয়তো কোথাও কোন সমস্যা হয়েছে। আর পিন না দেয়ো পর্যন্ত এ্যাড সো করা বন্ধ করে দেবে, এটা ঠিক বুঝলাম না। আপনার এ্যাডসেন্স একাউন্ট একটিভ আছে কি না তা বাল করে চেক করে দেখুন।

Level New

পিন প্রাপ্তির সাথে এড বন্ধের কোনো সম্পর্ক নেই। কি সমস্যা কেনো হয়েছে ভাল করে দেখুন। আর পিনের জন্য তিনবার রিকোয়েস্ট পাঠানো যায়। তিনবারই চিঠি মিস হলে( সেটা হওয়াটা অস্বাভাবিক কিছু না) অন্যভাবে বাসার ঠিকানা কনফার্মেশনের উপায় গুগলেই দেখাবে। ভাল করে পিন ইনপুট পেজ খেয়াল করুন। আর আপনার এই সমস্যার সমাধান এডসেন্স হেল্প পেজেই সুন্দর করে দেয়া আছে। এডসেন্সের যেকোন সমস্যার সমাধানে আগে সেখানে খুঁজে নিবেন। সমস্য বাঁচবে আপনার

    না সেতু ভাই পিনের সাথে এড বন্ধের সম্পর্ক আছে। পিন পাঠাবার পর ৬ মাস হয়ে গেলে পাবলিক এড দেখায়।

    Level New

    স্যরি @ সবাই- অল্প বিদ্যা থেকে বলতে গিয়ে ভুল হয়ে গেছে। শাকিল ভাইকে ধন্যবাদ তার পরামর্শের জন্য।

    হুম! 🙂

ভাই আমারো একি সমস্যা।আমার একাউন্টে $৮৩ জমা হয়েছে, এরপর একদিন দেখি পাবলিক সার্ভিস দেখাচ্ছে। গুগল একাউন্টে গিয়ে ভালো করে খিয়াল করে দেখি আমাকে বলে পিন কোড বসাতে, পিন কোড ক্য় পায়? তারপরও এক বড় ভাইকে ফোন করে প্রশ্ন করলে তিনি বলেন পিন কোডের জন্য আবার অনুরোধ জানাতে।তাও করলাম,গুগলো বললো ২ বা ৩ সপ্তাহের মধ্যে পিন পাঠাবে, কিন্তু প্রায় এক মাস হয়ে গেলো কোন পিন এখনো আমার ঠিকানায় আসে নাই।

সাহায্য পার্থনা করছি এক্সপার্ট ভাইদের কাছে।

http://earnhelp.com/?cat=5 এইখানে এর সমাধান পাবেন