ওয়ার্ডপ্রসে তৈরি করা ব্লগের জন্য সাহাজ্য চাই

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমি খুব ভালা নাই। আমি একটা নতুন সমস্যায় পড়েছি। আমার একটি ব্লগ সাইট আছে ওব্লগবিডি ডট কম। আমি এই সাইটের সকল পোস্ট বা টিউন গুলোকে অটো ফেসবুক পেইজে পাবলিস করতে চাচ্ছি। এই পেইজে প্লীস আমাকে সবাই সাহাজ্য করুন। কীভাবে আমি এটি করতে পারি প্লীস এক্সপার্ট ভাইরা বলেন। খুব সমস্যায় আছি। কেউ একটু সাহায্য করুন। অনেক উপকৃত হব।

Level 0

আমি হাসান মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নাম আমার হাসান ; ওয়েব সাইট ডিজাইন করা আমার পেশা । আমার ব্লগ নাম ওব্লগবিডি.কম http://www.bdTuneS.com ছাএ তেমন ভালো না, পড়া লেখায় মন বসেনা, এই তো আমার জীবন ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্লাগিন দিয়ে সহজে আপনি কাজটা করতে পারেন। অথবা এই সাইট https://dlvr.it/ থেকেও কাজটা করতে পারেন, সম্ভবত টেকটিউন্স এই সাইট ব্যবহার করে।

(একটি কথা, কিছু মনে করবেন না 🙂 । আপনার ব্লগের থিমটা আমার কাছে সুন্দর লাগেনি, দেখলে টেকটিউনসের নকল লাগে। ব্লগ যখন করেছেন, সুন্দর একটি থিম দিয়ে দিন। প্রাথমিক ভাবে ইচ্ছা করলে থিমফরেস্ট থেকে থিম পছন্দ করে গুগলে সেটার ফ্রী খুঁজে নিতে পারেন )

Jetpack প্লাগিন ব্যবহার করুন।

    @অবুঝ বাঙালী: tnx Bay দেখি চেচ্টা করে

এই কমেন্টটা সেই দুপুরে করেছিলাম, এখনো দেখাচ্ছে Your comment is awaiting moderation.

প্লাগিন দিয়ে সহজে আপনি কাজটা করতে পারেন। অথবা এই সাইট dlvr.it থেকেও কাজটা করতে পারেন, সম্ভবত টেকটিউন্স এই সাইট ব্যবহার করে।

(একটি কথা, কিছু মনে করবেন না 🙂 । আপনার ব্লগের থিমটা আমার কাছে সুন্দর লাগেনি, দেখলে টেকটিউনসের নকল লাগে। ব্লগ যখন করেছেন, সুন্দর একটি থিম দিয়ে দিন। প্রাথমিক ভাবে ইচ্ছা করলে থিমফরেস্ট থেকে থিম পছন্দ করে গুগলে সেটার ফ্রী খুঁজে নিতে পারেন )

ভালো কথা অনেক প্লাগিন আছে। আপনি দয়া করে আমার পেজ টুকু দেখে আসতে পারেন: 🙂 আমন্ত্রন

    @www.bangladesh.usa.cc: কিছু প্লগীনের নাম বলেন প্লিস। এবং কীভাবে করতে হয় বলবেন প্লিস।