একটা বিরক্তিকর সমস্যায় পড়েছি। সমস্যাটা অন্যদের হয় কিনা জানিনা। সমস্যাটা আইডিএম নিয়ে। কয়েক দিন ধরে আইডিএম দিয়ে কিছূ কিছু ফাইল ডাউনলোড করলে (যেমন- ইউটিউব থেকে) ৯৯.৯% ডাউনলোড হয়ে ”ডাটা করাপশন” মেসেজ দিয়ে আবার প্রথম থেকে শুরু হচ্ছে। কেমন বিরক্ত লাগে বলেন, ডাউনলোডের শেষ পর্যায়ে এসে যদি এরকম সমস্যা করে। কেউ যদি সমস্যাটা সমাধানের উপায় জানেন তাহলে প্লিজ হেল্প করুন। চিরকৃতজ্ঞ থাতব।
\
আমি Syed Mahatab Uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমিও একই সমস্যাই পরেছিলাম। আপনি Google এ গিয়ে IDM 7.1 লিখে Search দিয়ে IDM ডাউনলোড করে সেটআপ দেন। আর কোন সমস্যা থাকবে না। এইটা IDM এর Customize করা কপি।