বিডি বাজারে এই দামে এই কনফিগারের মোবাইল আছে কি? কিংবা আমরা কি ইদানিং এই দামের ভিতরে এই কনফিগারের মোবাইল চাই?

মোবাইল কিনতে চাই যার যার দাম হতে হবে ২৫ হাজার টাকার ভিতরে।
প্রথমত মোবাইলটি হতে হবে যে কোন ভালো ব্রান্ডের উইদ ওয়ারেন্টি।
এনড্রয়েট ও এস হতে হবে।মিনিমাম লাস্ট জেলিবিন পর্যন্ত।
প্রসেসর হতে হবে Quad-core ।
চিপসেট হতে পারে কোয়ালকাম।
জিপিইউ হতে হবে Adreno=330
ডিসপ্লে হতে হবে ফুল এইচডি এবং গরিলা গ্লাস ত্রি থাকতে হবে।(যেহেতু নকিয়া লুমিয়া ১৩২০ প্রায় এই দামের কাছাকাছি দামে গরিলা গ্লাস ত্রি দিয়েছে তাই আমি মনে করি অন্যান্য কম্পানিও পারবে।)
স্ক্রিনের মাপ হতে হবে মিনিমাম ৫ ইঞ্চি থেকে ৬ ইঞ্চি।
মোবাইলের বেক বাটন,হোম বাটন থাকতে হবে স্ক্রিনের বাইরে।
কালার হতে হবে ব্লাক।
ব্লুটুথ ডিভাইস দিয়ে মিউকিক কন্ট্রল করা যায় এমনটি লাগবে।
ও টি জি সাপোর্ট থাকতে হবে।
ব্যাটারি রিমোভ করা যাবে।মিনিমাম 2600 এম এ এইচ হতে হবে।
ক্যামেরা ৮ মেগাপিকজেল হতে হবে। ক্লিয়ার। ছবি ঝাপসা হলে হবে না।
যেমন সনি একসপেরিয়া সি, এল জি জি প্রো, ইত্যাদি ৮ মেগাপিকজেল বাট ছবি ঝাপসা।
এমনকি গেলাকসি গ্রান্ড২ এর ছবি ও আমার কাছে সামান্য ঝাপসা মনে হয়েছে। গেলাকসি গ্রান্ড২ এর ও টি জি সাপোর্ট নাই আবার দাম ও বেশি।নকিয়া লুমিয়া ১৩২০ মাইক্রসফটের ও এস। অনেক এপের সাদ থেকে হয়ত বঞ্চিত হব এই ভয়ে নিতে পারি নাই আবার ও টি জি সাপোর্ট নাই এবং ব্যাটারি রিমোভ করা যায় না। আমি একটিু বেশি খুত খুতে তাই বোধ হয় স্মার্ট ফোন ছাড়াই আমাকে আনস্মার্ট থাকতে হবে।এই দামের এবং কনফিগারের মধ্যে বাজারে সেট থাকলে আমাকে আওয়াজ দিবেন প্লিজ।না হলে কিন্তু নিজেই বানানো শুরু করব। হি হি হি।

Level 0

আমি S Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস