গুগল এডসেন্স কি আসলেই সোনার হরিন…

সবাইকে শুভেচ্ছা রইল।  🙂

গুগল এডসেন্স বিষয়ে আমার কিছু কথা এবং কিছু জিজ্ঞাসা আশারাখি উত্তরগুলো পাবো।

অনেক পোষ্ট এবং অনেকেই বলে থাকেন গুগল এডসেন্স পাওয়ার সোনার হরিনের মতো। কিন্তু আমার কাছে কেমন জানি মনে হলো সুন্দবনের হরিনের মতো। কারন আমি যদি সঠিকভাবে সুন্দবনের পথ চিনে এবং কোন কোন জায়গায় গেলে হরিন দেখতে পারবো তবেই তো দেখতে পাবো। গুগল এডসেন্স এর নীতিমালা ফলো করে কয়েকটি পোষ্ট দিয়েছিলাম পরে কিছু ভিজিটর দৈনিক আসতে থাকে তার পরে এপ্লাই করি। নিজেও একটু অবাক হই যখন তাদের প্রথম পত্রখানা আমার মেইলে আসে। তারপর কয়েকদিন তার রিভিউ করে এবং পরে পুরোপুরি একটিভ হয়। আল্লাহর রহমতে এখন পর্যন্ত ঠিক আছে তেমন খারাপ বাও বাতাস লাগে নি।

আমার কিছু প্রশ্ন ছিল,  আশারাখি উত্তগুলো পাবো...

1। আমি এখনো পিন পাইনি । 10ডলার হলে পরে আবেদন করতে হবে এবং করবো। এখন কথা হলো আমি বাগেরহাট থাকি। সেখানের ঠিকানা দেওয়া। কোন কারনে কি চিঠি না পাওয়ার সম্ভবনা আছে। যদিও আমি সঠিক বাড়ির ঠিকানা দিলেও??? (কারন আমাদের দেশে বাইরে থেকে কিছু আসলে তো মাঝে মধ্যে হাওয়া হয়ে যায়) সে ক্ষেত্রে করনিয় কি?

2। ট্যাক্স পেপার বলতে কি বুঝায়? (কারেন্ট বিল বা পানি বিলের কপি প্রযোজ্য কিনা কারন সেখানেও ট্যাক্স দিতে হয়) বিস্তারিত জানতে চাই???

3। 3 বার যদি পিন আবেদন করেও না পাই সেক্ষেত্রে আর কোন উপায় আছে এডসেন্স টিকেয়ে রাখা এবং চেক পাওয়া???

বর্তমানে এতটুকুই জানতে চাচ্ছিলাম। কারন এখন দেখছি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন হয়ে দাড়িয়েছে।

ধন্যবাদ। বিজ্ঞদের উত্তরের আপেক্ষায় আছি।

Level 0

আমি Nil Balok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

আমি নিজেও আপনার পাশা-পাশি স্টেপে আছি । আসলে আমি এখনো টাকা উঠাইনি । তবে এখন নাকি সরাসরি ব্যাংকে উঠানো যায় । আর আমি মনে করি আপনার বাড়ী ঢাকার বাহিরে হলে সেটা ইউজ না করায় বেটার । নেটে খুজুন তাহলে পাবেন ব্যংকে কিভাবে টাকা নিতে হয় । আমি অবশ্য এখনো এটা নিয়ে ভাবছি না … জানাবেন কি করলেন শেষ মেস … তাহলে আমাদের জ্ঞান বাড়বে…