আমাদের প্রিয় ফ্রি নেট গুরু জাহিদ ভাই এর বিপদে এগিয়ে আসুন । যদি কেও এরিয়ে যান তবে নিমকহারামি হবে ।

ফ্রি নেট চালায় নি এম্ন মানুষ টেকটিউনস এ খুব কম ই আছে ।

আজ যেই মানুশটির জন্য আমরা প্রায় ১ বছর এর উপরে ফ্রি নেট চালাচ্ছি তার নামঃ "জাহিদ ইসলাম" ।

zahid vai

মানুষ কতটুকু বিপদে পড়লে সাহায্য চায় সেটা আসা করি আপনাদের বঝাতে হবে না ।
যার কল্যানে আমরা এতদিন কষ্ট আরামসে ফ্রি নেট চালাচ্ছি তিনি হলেন "জাহিদ ইসলাম" ভাই । ফ্রি নেট নিয়ে কি পরিমান পোস্ট তিনি এই টেক্টিউন্স এ করেছেন তা জাহিদ ভাই এই টিউনার প্রফাইল এ গেলেই দেখতে পারবেন ।
জাহিদ ভাই এর টিউনার প্রোফাইল এ যেতে > এখানে ক্লিক করুন

জাহিদ ভাই এর একটি ভিডিও দেখুনঃ- এখানে ক্লিক করুন

আচ্ছা একটা ছোট্ট হিসাব দেই যারা জাহিদ ভাই এর কল্যান এ ফ্রি নেট চালিয়েছেন তাদের একবছরে নেট এর হিসাবটা একটু করেন ।
যদি আপনি ৫০০ টাকা করেও নেট চালাতেন তবু ১২ মাসে আসতো
৫০০*১২ = ৬০০০ টাকা ।
তা হত লিমিটেড আর সেখানে পাচ্ছেন আনলিমিটেড ফ্রি নেট , ভাবতে পারেন ।

তাছাড়া আমরা কি মানুষ হিসেবে একজনের পাশে দারাতে পারি না ?

আপনাদের কাছে জোড় হাত করে একটা রিকোয়েস্ট করছিঃ

আমাদের ফ্রি নেট গুরু জাহিদ ইসলাম ভাই কে জেলের হাত থেকে বাঁচাতে ১০ লক্ষ টাকার প্রয়জন ।
এতো টাকা ভেবে ঘাবেরে গেলেন?

আপনার নিচের নম্বরে যে যা পারেন তাই দিবেন ।

জাহিদ ভাইকে হেল্প করার জন্য নিচের নাম্বার গুলোতে টাকা পাঠানঃ

বিকাশ- 01740-842594 ,
01710-525157 ,
01786-864294 ,
01786-923388 ( এজেন্ট)
ডাচ বাংলা-
01740-8425940 ,
01710-5251577
Ucash-
01856-053850 ,
01857-225566 ( এজেন্ট)

জাহিদ ভাইয়ের ছোট্ট একটা মেয়ে আছে তাই অন্তত তার দিকে চেয়ে আপনারা সাহায্য করুন ।
নোটঃ পোস্টা শেয়ার করবেন না । পোস্টা কপি করে আপনার Wall, group, page, blog এ দিন ।

এবার শুনে নিন কিছু কথাঃ
নিচের লিখাটা জাহিদ ভাই এর -

একটি অনুরোধ
সালাম নিবেন । আশা করি ভাল আছেন । আজ আপনাদের সামনে এসেছি একটি অনুরোধ নিয়ে , কোন ফ্রি নেট টিপস নিয়ে নয় । আজ আপনার কিছুটা সময় নষ্ট করব কিন্তু কোথায় থেকে শুরু করব বুঝতে পারছি না । আজ আমি ক্লান্ত , নিরুপায় , অসহায় । কখনও ভাবিনি আমার জীবনে এরকম দিন আসবে । আর মাত্র কয়েকটা দিন পরে আমাকে কয়েক বছরের জন্য কারাগারে চলে যেতে হবে । হয়ত ভাবছেন আমি অনেক বড় কোন ক্রাইম করেছি , ঠিক তা নয় । আমার ভাগ্য খারাপ । গরীব ঘরে জন্ম আমার । কিছুদিন সুখের মুখ দেখতে না দেখতেই আমি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছিলাম এবং প্রায় পথে বসলাম । তারপর টাকা সংক্রান্ত মামলায় পড়লাম । এখন ১০ লক্ষ টাকা প্রয়োজন । এ টাকা আমার একার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয় । আমি জানি আপনাদের কাছে সহযোগিতা চাওয়ার মত অধিকার আমার হয়ত নেই । কিন্তু আমার ৩ বছরের মেয়ের কথা ভাবলে আমার চোখে জল চলে আসে , আমি কি করে তাকে ছেড়ে এতদিন থাকব । তাই নির্লজ্জের মত কথাগুলো বলছি ।
কথায় আছে – দশের লাঠি একের বোঝা । এই গ্রুপে প্রায় ২০০০ মেম্বার আছেন , আপনারা যদি নিজের ভাই বা বন্ধু হিসেবে আমাকে সাহায্য করতেন , তাহলে আমি আবার নতুনভাবে বাঁচার সপ্ন দেখতে পারতাম ।
বর্তমানে মানুষকে বিশ্বাস করাও কঠিন , তাই কেও যদি এই বিষয়ে আরও জানতে চান ,আমার কাছ থেকে আমার ঠিকানা নিয়ে চলে আসুন । দেখে যান কত সুখে আছে জাহিদ ও তার পরিবার ।
সবাই যদি আমাকে সাহায্য করার আশ্বাস দেন তো আমি একটি বিকাশ নাম্বার দিব , হয়ত ১০/২০ জনে কষ্ট করে আমাকে সাহায্য পাঠাল আর অন্যরা পাঠাল না , তাহলে ঐ ১০/২০ জনের কষ্ট সার্থক হবে না ।
আর যদি তা সম্ভব না হয় তাহলে সময় পেলে কখনও রাজশাহী কারাগারে একবার এসে দেখা করে যাবেন [ জাহিদ , মোহনপুর ] বললেই হবে ।
সবাই ভাল থাকবেন , আমার গোপনীয়তা বলে আর কিছু থাকল না ...।

এর পরেও কি কেও চুপ হয়ে থাকবেন ?
ফেসবুকে একটা ইভেন্ট খোলা হয়েছে , এখনি জয়েন করুন ।
ইভেন্ট এ যেতে এখানে ক্লিক করুন

যদি কারো সন্দেহ থাকে তবে জাহিদ ভাই এর ব্যাক্তিগত নাম্বর এটায় ০১৭১৩-৯৪১৪৪৩ যোগাযোগ করতে পারেন ।এবং টিউন এর নিচে "জাহিদ ভাই" এর কমেন্ট দেখে নিন । এটা কথা বলার নাম্বার , টাকা পাঠানোর নয় । তার চেয়ে বড় কথা ভাইকে কেও অকারণে মোবাইল করে ডিস্টার্ব করবেন না ।

মোট কথা হলঃ
জাহিদ ভাই এর মত মেধাবী মানুষকে সাহায্য করতে আশা করি কেও পিছ পা হবেন না ।
আবার সবার কাছে হাত জোর করে মিনতি করছি ।

Level 0

আমি rajowan roshid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস