সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি ভাল আছেন। আমি কোন টিপস লিখতে বসছি না। কেননা, লেখালেখি বিষয়ে সেই রকম অভ্যস্ত নই। তবে আপনাদের কাছ থেকে একটি সাজেস্ট চাচ্ছি। যারা অভিজ্ঞ টেকি ভাইয়েরা আছেন, আশা করি আমাকে দ্রুতভাবেই রিভিউ দিবেন।
আমি শ্রীঘই ২ টি ডোমেইন নিয়ে ব্লগিং শুরু করব ওয়ার্ডপ্রেস সাইট প্লাটফর্মে। ব্যক্তিগতভাবে এখানে শুধুমাত্র ব্লগ করব, অবশ্য গেষ্ট হিসাবে অন্যদের সুযোগ দেয়া যেতে পারে। তবে সাইটটি কোনভাবে বাণিজ্যিক করার উদ্দেশ্য থাকছেনা। যাই হোক দুটি ডোমেইনের একটি ব্লগ করব ইংরাজীতে। যেখানে গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছি। অপরদিকে অন্য ডোমেইনের নামটি হবে বাংলাতে। কিন্তু বাংলা ও ইংরাজীতে ডোমেইনের নাম কি হবে, কোন নামটি বাছাই করব কিংবা শ্রুতি মধুর হবে তাহা মাথাতেই অআসছে না। হয়ত অন্য ভাইয়াদের আইডিয়া থাকতে পারে। তাই অনুগ্রহ করে ডোমেইনের নামের বিষয়ে অআমাকে জানালে উপকৃত হই।
আমি আসলাম মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ENGLISH NAMER KHETRE .COM , .ORG KONO FACT NA . SEKHANE DEKHBEN NAMTA JENO CHOTO HOI , AR BANGLAR JONNO .COM DOMAIN NIBEN . KARON BANGALI .COM CHARA BUJHE NA .TOBE .COM.BD O NITE PAREN .
DOMAIN , HOSTING AR DEVELOPMENT ER JONNO AMAR SATHE CONTACT KORTE PAREN . AMAR NUMBER 01946454026 .AMAR KACHE KICHU VALO DOMAIN NAM NEOA ASE . THANKS