সাহায্য চাইঃ উবুন্টু তে লগিন সমস্যা

আমি উবুন্টু ১০.০৪ ল্যুসিডে আমার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করা মাত্রই এটিলগআউপ হয়ে যায়। Root ইউজার হিসাবেও লগিন করতে পারছিনা হঠাৎ করে কাল থেকে। টেক্সটমোড থেকে দেখলাম লগিন হয়। এমতাবস্থায় আমি কি করতে পারি??

নতুন করে সেটাপ দেয়াটা অনেক ঝামেলার ব্যাপার কারণ অনেক কিছুরই আপডেট আছে যা সেটাপ দিলে মুছে যাবে।

কেউ কোন উপায় বলতে পারেন কি?

Level 0

আমি সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার মনে হয় আপনার কী-বোর্ড লে-আউট নিয়ে সমস্যা হচ্ছে । আপনি এক কাজ করুন , পাসওয়ার্ড লিখার আগে একবার ctrl + space চাপুন এরপর পাসওয়ার্ড লিখুন । দেখুন কাজ হয় কি না ?

জামাল ভাই আমিও এটা সন্দেহ করেছিলাম কিন্তু এভাবে হয়নি। পরে আমি আবার পুরোটা ইনস্টল করেছি। ধন্যবাদ আবারও আপনাকে আপনার অন্তরিকতার জন্য। আপনার পরবর্তী টিউনের জন্য অপেক্ষার তর আর সইছে না। তাড়াতাড়ি Please…………..