আমি কাল রাতে আমার ল্যাপটপ এ উইনডোজ সেটাপ দেয়ার পর মেটা ট্রেডার ৪ ইনস্টল করলাম কিন্তু Download file 0kb তে আটকে আছে ইনস্টল নিচ্ছে না । আমি ভাবলাম হয়তো windows প্রব্লেম তাই আবার windows সেটাপ দিলাম কিন্তু সেই একই অবস্থা।এর পর আমি নেট থেকে আবার মেটা ট্রেডার ৪ ডাউনলোড দিলাম কিন্তু ইনস্টল করতে গেলে সেই একই সমস্যা ০কেবি তে বসে আছে।Microsoft .NET Framework 4.5 ইনস্টল করলাম কিন্তু তাতে ও কাজ হচ্ছে না কি করবো কিছুই বুঝতেছি না আগে যদি কেউ এমন সমস্যাই পড়ে থাকেন তাহলে জানাবেন।এর সমাধান কার যদি জানা থাকে প্লিজ জানান।
আমি sumonbgh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।