কাস্টম রম ফর সিম্ফনি ডাব্লিউ ২০!!!!!!!!!!
সবাইকে আশাহত করার জন্য দুঃখিত। আমি আসলে আপনাদের জন্য কাস্টম রম নিয়ে আসিনি, বরং চাইতেই এসেছি। কি করব বলুন- আমরা সবাই আসলে সাহায্য নিতেই পছন্দ করি, করতে পছন্দ করি না। তাই সাহায্য চেয়ে করা পোস্টগুলোতে কেউ খুব একটা উৎসাহ দেখান না! তবু এখানে অনেকে আছেন যারা সাহায্য করতে পছন্দ করেন, তাদের আশাতেই এখানে আশা।
আমি আমার সিম্ফনিটিতে কাস্টম রম ইন্সটল করার অনেক চেস্টা করেছি, কিন্তু বরাবরই ব্যর্থ! রিকোভারি মোডে আমি “অ্যাপ্লাই ফ্রম এসডি কার্ড” থেকে ইন্সটল দিতে গেলে বারবার একটাই মেসেজ দিচ্ছে- সাইনিং ফেইল্ড। অবশ্য আমি সিম্ফনি ডাব্লিউ২০’র জন্যই নির্ধারিত কোন কাস্টম রম ব্যবহার করিনি- কারণ তা সাদা হাতিরই মত। তাই অন্য মডেলগুলোরটা দিয়েই ট্রাই করলাম। চেস্টা অনেক করেছি- কিন্তু বিধি বাম বরাবরই।
গুগল মামার সাহায্য নিয়েছিলাম- কিন্তু তিনি আসলে সেগুলো নিয়ে থাকতেই পছন্দ করেন যা সবাই জানে, যেগুলো মানুষ একটু কম জানেন সেগুলো আসলে তিনিও কম জানেন। অনেককিছু অবশ্য জেনেছি। ইংরেজি খারাপ বুঝি না, কিন্তু ঘন ঘন ক্র্যাশ করা মোবাইলে কচ্ছপগতির ইন্টারনেটে ইংরেজিতে গুগলিং করাটা যে কি তা জিনি ন্যূনতম অভিজ্ঞতা রাখেন তিনিই জানেন।
অবশেষে আপনাদের শরনাপন্ন। ভাই, যিনি অভিজ্ঞ এ ব্যাপারে, অন্তত কিছুটা সময় নিয়ে হলেও একটু সাহায্য করার জন্য দাড়াবেন। আমি সব দিক ঘুরেই আপনাদের কাছে এসেছি।
আর সাহায্য করার জন্য কেউ না এলে ছোট্ট একটা সিদ্ধান্ত নিয়েই মনকে সান্ত্বনা দিতে হবে যে- টেকটিউন্সের এত এত টিউনারের মধ্যে কেউই আমার মত আনাড়ির চেয়ে এগিয়ে না।
আমি Central Cyber Intelligence। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।