আমি কিছুদিন আগে একটা টিউন পেয়েছিলাম এরকম- যদি কারোর পিসিতে সেই সফটও্যার সেটআপ দেওয়া থাকে তাহলে যেকোন পেন-ড্রাইভ, মেমোরি কার্ড ঢুকানোর সাথে সাথে সেটা কপি হয়ে যাবে। এখন টিউনার ভাইদের কাছে আমার অনুরোধ দয়াকরে আমাকে এই সফটও্যার বা টিউন টা খুজে দেন। যে এই টিউনটা করে ছিলেন তাকে অনেক ধন্যবাদ। আর সবাই একটু চেষ্টা করে খুজবেন কিন্তু। আমার এটা বিশেষ দরকার।
আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু দিন অপেক্ষা করুন……. আমি এ নিয়ে লিখব
যদি খুব বেশি দরকার হয় তাহলে Messanger এ নক করেন kamrul_hasib07@yahoo.com