উবুন্টু ল্যুসিড ১০.০৪ সাহায্য চাচ্ছি

আমি উবুন্টু ১০.০৪ ল্যুসিডে C++ ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম লিখব?? কারো কাছে যদি জানা থাকে তাহলে জানাতে পারেন। আর হাঁ ডিফল্ট হিসাবে দেখলাম Python দেয়া আছে। Python শেখার কোন লিংক জানা থাকলে তাও আশা করছি।

আমি VMWare workstation দিয়ে Virtual Pc তে উবুন্টু চালাচ্ছি। গ্রাফিক্যাল ইন্টারফেস এত্ত সুন্দর যে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। আসলেই ওপেন সোর্স মানুষের মুক্তির পথ খুলে দিয়েছে। আমি এই Virtual pc থেকে আমার Physical pc-র ড্রাইভগুলো এক্সেস করতে পারবো কি না? যদি উত্তর হাঁ হয় তাহলে কিভাবে?

Level 0

আমি সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভার্চুয়াল পিসি থেকে ব্রাউজ করতে পারবেন তবে সেজন্য ভার্চুয়াল পিসিতে হোস্টের ড্রাইভকে নেটওয়ার্কিং করে মাউন্ট করতে হবে । আমি আগে কখন ও করিনি তাই বলতে পারছিনা বিস্তারিত । একটু গুগলিং করে দেখুন ।

সি/সি++ কোড টেক্সট এডিটর খুলে লিখে নিন । হোম ফোল্ডারে সেভ করুন ।
টারমিনাল খুলে কমান্ড দিন gcc filename.cpp । filename এর যাযগায় আপনার সোর্স ফাইলের নাম হবে । সব ঠিক থাকলে a.out নামে একটা ফাইল তৈরি হবে । সেটা চালাতে টারমিনালে লিখুন – ./a.out

এ বিষয়ে আপনাকে সাহায্য করতে পারে, এমন এক্সপার্টের সংখ্যা খুবই কম। হাতে গোনা যে দু’চার জন আছে- তাঁদের মধ্যে প্রথম সারির ব্যক্তির উত্তর আপনি ইতোমধ্যে পেয়ে গিয়েছেন।

ধন্যবাদ জামাল ভাই এবং রিপন ভাই। আমি চেষ্টা করে দেখছি। কিন্তু বুঝতে পারছিনা লিনাক্সের সাথে উইন্ডোজ কিভাবে সাম্বা সার্ভার ছাড়া যোগাযোগ করবে??? অবশ্য এটা শুধুমাত্র আমার অনুমান। এখনও করে দেখিনি। কাজ করলে বিস্তারিত জানা যাবে। আবারও ধন্যবাদ আপনাদের।