জরুরী ভিত্তিতে সাহায্য দরকার। Microsoft .Net Framework 4.5.1 এর Setup সমস্যা। কোন স্বহৃদয় ব্যক্তির সাহায্য কামনা করছি।।।

আমি সাহায্য জন্য জরুরী ভিত্তিতে এখানে পোষ্ট করতাম না। আমি অনেক বিপদে পড়েছি তাই আপনাদের কাছে হাত পেতেছি।

যাই হোক কাজের কথায় । আমি আমার কম্পিউটারে Microsoft .Net Framework 4.5.1 install দিতে পারছি না।

উপরের চিত্রের মত কিছুক্ষণ থাকে তারপর । .Net Framework 4.5.1 RC has not been installed because: HRESULT 0xc8000222

*** আমার কথা হল-

১। Net framework 4.5.1 install করতে কি কোন শর্ত আছে। মানে অন্য কোন software লাগবে?

২। Internet connection কি লাগবে? [ Internet connection দিয়েও হয় না।]

*** আমি যা ব্যবহার করি-

ProcessorIntel(R) Pentium(R) CPU G2020 @ 2.90GHz6.8
4.5
  Determined by lowest subscore
Memory (RAM)2.00 GB5.5
GraphicsIntel(R) HD Graphics4.5
Gaming graphics860 MB Total available graphics memory6.1
Primary hard disk30GB Free (50GB Total)5.9
Windows 7 Ultimate

* আমি আমার সব তথ্য দিলাম । দয়াকরে আমাকে সাহায্য করুন। আমি খুব বিপদে আছি। এই Net framework এর জন্য হিউজ পরিমান সফট্যায়ার সার্পোট করছে না।

* আমি আপনাদের সাহায্যর অপেক্ষায় থাকলাম.....................................

=======================================================================================

Level 0

আমি মোহাঃ শহিদুল ইসলাম। Founder, Havoc ICT, Chapainawabganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apni offline version naman. ar install korar somoi jno onno kono application running na thake

https://www.techtunes.io/windows-8/tune-id/232362 এই পোস্ট টা দেখতে পারেন ।

না হইলে এটা তে সিউর কাআজ হবে https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/158659

Offline Version এর Link টা কেউ দিতে পারবেন।

Microsoft .Net Framework 4.5.1 এর অফলাইন ইন্সটলারের জন্য http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=40779 এই লিঙ্ক ব্যবহার করতে পারেন।

আর HRESULT 0xc8000222 এই সমস্যা সমাধানের জন্য Windows 7 -এ windows key চাপার পর সার্চবক্সে cmd লিখুন। এরপ cmd নামের ফাইল দেখাবে, তার উপর right বাটন ক্লিক করে Ran As Administrator ক্লিক করুন। Cmd চালু হওয়ার পর “net stop WuAuServ” লিখে এন্টার চাপুন। তারপর windows key +R চাপার পর %windir% লিখে এন্টার চাপুন। এখন যে ফোল্ডারটা খুলবে সেখানে SoftwareDistribution নামের একটি ফোল্ডার পাবেন, এটাকে SDold নামে Rename করুন। এখন আবার windows key চাপার পর সার্চবক্সে cmd লিখুন। এরপ cmd নামের ফাইল দেখাবে, তার উপর right বাটন ক্লিক করে Ran As Administrator ক্লিক করুন। Cmd চালু হওয়ার পর “net start WuAuServ” লিখে এন্টার চাপুন। এখুন দেখবেন ইনশাল্লাহ ইন্সটল হবে।

    @আরাহান: ধন্যবাদ ভাইজান আপনাকে। কাজ হয়েছে। আপনাকে আরও বেশি করে ধন্যবাদ দিতে চাই যদি আপনার ফোন নম্বরটা দিতেন আমার খুব উপকার হত। এখানে দিতে না চাইলে আমার ই-মেইলে দেন প্লিজ। [email protected]

Offline version (http://www.microsoft.com/en-us/download/confirmation.aspx?id=40779# ) এখান থেকে ডাউনলোড করেও install নিতাছেনা। উপরের যে ২টি ছবি আমি শেয়ার করেছি সেইরকমই দেখায়। কেউ সাহায্য করুন।

আমার কাছে একদম ত্রুটিমুক্ত অফলাইন ভার্সনটা আছে …কিন্তু কোন হোস্টিং একাউন্ট নাই যে আপলোড দিবো …আর যথেস্ট মেগাও নাই … দেখি লিংক দিতে পারি কিনা ট্রাই করেন

ভাই এইটা আমারও দরকার যদি কেহ ছবি সহ বিস্তারিত টিউন করেন ভাল হয়