আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং কুশলে আছেন।
আজ আমি আপনাদের কাছে সাহায্য প্রত্যাশী। মোবাইল ব্রাউজার নিয়ে খুব সমস্যায় আছি। আমি আমার স্যামসাঙ gt-s5303 মোবাইলে প্রথম থেকে uc brower ব্যবহার করে আসছি। প্রথম থেকে ভালোই সার্ভিস পেতাম। দ্রুত খুলতো। কিন্তু এখন দেখছি uc brower এ সমস্যা হচ্ছে। আমি uc brower এর আপডেট ভারসান ব্যাবহার করছি।
বর্তমানে যে সমস্যা হচ্ছে তা হলো
1) brower load হতে সময় লাগছে ।
2) error দেখাচ্ছে।
কেউ কি এর কোন সমাধান দিতে পারেন। অথবা বলতে পারেন মোবাইলের জন্য কোন ব্রাউজার ভালো হবে? আপনাদের মতামত প্লীজ কমেন্টের মাধ্যমে জানান। আমি আপনাদের সাহায্যের অপেক্ষায় রইলাম। আশা করি এর সুন্দর সমাধান পাবো আপনাদের কাছ থেকে।
আমি saroj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অামিও একই সমস্যায় আছি।