আমি আনেকদিন যাবৎ Symphony W10 ফোন ব্যাবহার করছি কিন্তু এর ডাটা স্টোরেজ মেমরি কম হওয়ায় ফোন টা রুট করার প্রয়োজন হয়ে উঠে। প্রয়জোনের সাপেক্ষে গত রাতে আমার ফোন টা রুট করে ফেলি । কিন্তু যে প্রয়োজনে আমি আমার ফোন টা রুট করি তার কোন উপকারিতা আমি দেখতে পাচ্ছি না । আর উপকারিতা বলতে আমি বলতে চাচ্ছি যে, আমার ফোনের যে ডিফল্ট প্রোগ্রাম গুলো ছিল সেগুলো uninstall হচ্ছে না । আর বলা উচিত যে আমি আমার ফোন টি রুট করার জন্য Unlock root নামের একটি software ব্যাবহার করি । আর ফোন টি যে রূট হয়েছে সেটির confirmation বার্তাও পেয়েছি আবার ফোন রুট হওয়ার পর super user নামের একটি শর্টকার্টও ফোন এ দেখতে পাচ্ছি ।
কেউ একটা ভালো সমাধান দিতে পারলে উপকৃত হব ।
ধন্যবাদ
আমি মোঃ মোকলেছার রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এখানে আপনার সমস্যাটা সম্পর্কে আমি ক্লিয়ার না। মোবাইল রুট হলে super user থাকবেই, যেহেতু আপনার কাংখিত কাজতি করতে পারছেন না সে জন্য আপনি চাইলে ফোন Unroot করে নিতে পারেন। Unlock root দিয়েই সেটা করা যায় (আমি কখনো করি নি কিন্তু Unlock root এর পেজে বলা আছে) অথবা System App Remover, Root App Delete এসব অ্যাপ ব্যাবহার করে দেখতে পারেন। একটা লিঙ্ক দিলাম সেটাও দেখে আসুন।
http://forum.xda-developers.com/showthread.php?t=941654
(যা করবেন নিজ দায়িত্বে করুন, কারন কাজগুলো অনেক রিস্কি)