আমি একজন নতুন এনড্রয়েড ব্যাবহারকারী…আমি ওয়ালটন এফ২ সেটটি ব্যবহার করি… আমরা মোটামুটি সবাই জানি যে এনড্রয়েড সেট গুলোর নির্দিষ্ট সময় সেট করে দেয়া টাইমের পর সেটের Screen off হয়ে যায় এবং সাথে ডাটা কানেক্শন এবং ব্যাকগ্রাউন্ডে রানিং এপস গুলো থেমে যায়… এটি মুলত অযথা ব্যাটারি ড্রেইনিংকে কমিয়ে আনার জন্যই হয়… কিন্তু অনেক সময় আমাকে বিভিন্ন কারনে আমার মেইল বক্স এবং চ্যাটিং এপস গুলো ( ফেসবুক ম্যাসেন্জ্ঞার, নিম্বাজ, গো চ্যাট ) সারাক্ষন রানিং রাখতে হয় যোগায়োগের জন্য… সমস্যাটা এখানেই !! এখন দেখা যায় Screen off হয়ে গেলে আমার নেট কানেক্শন ডিসকানেক্ট হয়ে যায়, ফলে আমার মেইল বক্স আর চ্যাটিং এপস গুলোও নিষ্ক্রিয় হয়ে যায়… তাই আমি সঠিক সময়ে আপডেট পাই না…
এখন এক্সপার্ট ভাইদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এমন কোন উপায় কি আছে যাতে করে আমার ফোনের Screen off হয়ে যাবার পরেও ব্যাকগ্রাউন্ডে সবসময় আমার নেট কানেকশন চালু থাকবে এবং প্রয়োজনীয় এপস গুলোও সচল থাকবে ? এমন কোন সেটিং করে অথবা এপস ব্যবহার করে কি এমন করা সম্ভব ?
উত্তরের অপেক্ষায় রইলাম… সবাইকে ধন্যবাদ…
আমি Ame Himaloy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।