আমি অনেক আগে থেকে বাংলালিংক মডেম আনলক করে অন্য সিম দিয়ে নেট চালাইতেছি। এখন আমাদের এলাকায় গ্রামিন এর ৩জি এসেছে। এবং আমি ৩জি প্যাকেজ ও নিয়েছি। কিন্তু আমি আমার বাংলালিংক এর মডেম এ ৩জি নেটওয়ার্ক UMTS/HSPA সিলেক্ট করলে আমার মডেম এ নেটওয়ার্ক চলে যায় এবং সিমও পায় না। ২জি নেটওয়ার্ক ঠিকই কাজ করে।
যদি কেউ এই বিষয়ে জেনে থাকেন তাহলে প্লিজ প্লিজ হেল্প করবেন।
আমি litoondev। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।