উবুন্টু ১০.৮ ল্যুসিড গ্রামীন ফোন মোডেম দিয়ে ডাউনলোড করতে ১০ ঘন্টারও বেশি সময় লেগেছে। ইনস্টল করতে গিয়ে দেখি .ISO করাপ্টেড। ইন্টারনেটের এইটিমটিম করে চলা গতি নিয়ে আর পারিনা। চট্টগ্রামে কারও কাছে কি এই ওএস এর সিডি অথবা ডিভিডি আছে?? থাকলে দয়া করে জানান।
আমি আজকের মধ্যেই নেয়ার চেষ্টা করবো।
আর টেকটিউনস এ উবুন্টু নিয়ে বাংলায় লিখা টিউটোরিয়াল আশা করছি।
আমি সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করাপ্টেড আইএসও ঠিক করে নিন । এটা দেখতে পারেন –
https://www.techtunes.io/linux/tune-id/26067/