আমি থাকি চট্টগ্রামে। আমি জুমলা, ওয়ার্ডপ্রেস, এডোবি ফ্ল্যাস, এডোবি ড্রিমওয়েভার, সাইট হোস্টিং, এডমিনিস্ট্রেশন
ইত্যাদি বিষয় শিখতে চাই। এসব বিষয়ে প্রাথমিক ধারণা যেমন HTML, PHP, ASP.NET আমি মোটামুটি জানি।
তারপরও পেশাদার ওয়েব ডেভেলপার এর মতো কাজ করার জন্য চট্টগ্রামে থাকেন এমন কারো কাছ থেকে এসব বিষয় শিখতে চাই।
কেউ কি আমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারেন??
আমি সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাঈদ ভাই আপনি যেগুলো শিখতে চান কোনো institute আপনাকে একসাথে তা শিখাবে না।আমি ব্যক্তিগতভাবে একজনকে জানি যিনি private web development শেখান।উনার নাম আতিকুল ইসলাম।mobile no: 01619349469।আপনি উনার সাথে যোগাযোগ করতে পারেন।