আমার এক বড় ভাইয়ের কম্পিউটারে অপারেটিং সিস্টেম দেওয়া দরকার। দরকার যখন হইছে তখন তা পূরণ করতে হবে। কিন্তু আমি দরকার পূরণ করতে পারছি না। যখন অপারেটিং সিস্টিম এর DVD লাগাইয়া বায়োসে ঢুকতে যাই তখনই মুশকিলে পড়ি। কোন ভাবেই আমার কি-র্বোডটা কাজ করছে না। USB চেঞ্জ করে PS2 লাগালাম তাতেও কাজ হয় না। 'Press any key to boot from CD.. ' আসে কিন্তু যতই চাপাচাপি করি কাজ হয় না। কোন কি-বোর্ড দিয়েই কাজ হচ্ছে না। কিভাবে আমি আমার কম্পিউটারে OS এই ব্যপারে অভিজ্ঞদের কাছে সমাধান আশা করছি।
বি:দ্র: বড়ভাই জানে আমি কম্পিউটারের অনেক কিছু জানি। এইটা না পারলে আমার ইজ্জত যাবে। কেউ কি আছেন?
আমি omur_mohammad_faruk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 150 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Don't mix between my personality and my attitude because my personality is me and my attitude depends on you.