হ্যাকারদের নিয়ে সত্যি সমস্যা।বিশেষ করে কিছু কেচকা হ্যাকার মাইয়া মানুষ দেখলেই আইডি হ্যাক করতে চায়।আমি আমার তিনটা ফেইসবুক আইডি সেই সাথে ইমেইল আইডি হ্যাকারদের কাছে উৎসর্গ করেছি।উৎসর্গ বলার কারণ হল,মনের দুংখে হ্যাকারদের দ্বারা ডিসটার্ব হাওয়া এখন আমি আমার নিয়তির অংশ হিসেবে ধরে নিয়েছি।কোথাও কোন আইডি অপেন করতে ভয় লাগে,তবুও অবুঝদের মত ভুল হয়ে যায়।
সে যাই হোক,আজ আমি নতুন একটা সমস্যায় পড়ে টেক টিউনের দরবারে হাজির হয়েছি।।
মাননীয় হ্যাকার সাহেবরা আমার প্রতি একটু করূনা করলে ধন্য হতাম।
আমি আমার নতুন কোন আইডিতে প্রবেশ করতে পারছি না।?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!
প্রথমে ডুকতে চাইলাম ফেইসবুকে।ওরা বলে আমার নাকি টাইম নাই।পাসওয়ার্ড ভুল।আমি ভাবলাম হয়ত পাসওয়ার্ড ভুলেই গেছি(*পাসওয়ার্ড ঠিক ছিল)।
ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম।
ওরা চাইল আমার ইমেইল আইডি।
দিলাম।
বলল,আমার ইমেইলে পাসওয়ার্ড পাঠিয়ে দিয়েছে।
গেলাম ইমেইলের লগ ইন পেইজে।
আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন এ ক্লিক...........
"আপনি ভুল আইডি দিয়েছেন(কথাটা ওদের মত এবং ইংরেজীতে ছিল)"
আবারো দিলাম। আবারো ভূল।
আচ্ছা আমি কি সব কিছুই ভুলে যাচ্ছি।মানলাম ফেইসবুকের আইডির মত ইমেইল আইডি ভুলে গেছি।
ইমেইলের ফরগেট আইডি তে ক্লিক করে রিকভারী ইমেইল আইডি দিলাম।
ফেইস বুক আইডির মত ওরা বলল রিকভারী আইডিতে আমার পাসওয়ার্ড পাঠিয়ে দেয়া হয়েছে।
রিকভারী আইডি ক্লিক করেও একই কান্ড।দুসংবাদ হল-রিকভারী ইমেইল আইডির পাসওয়ার্ড ছাড়া আর কোন তথ্য মনে নাই।কারণ,আইডি টি অনেক পুরাতন।চেষ্টা করেও মনে করতে পারছি না।
কি ঘটছে দয়া করে কেউ বলবেন কি??
আরো কিছু বিষয় খুলাসা করে বলছি।
ইদানিং আমি নতুন কোন আইডি অপেন করলে নোট পোডে সেই আইডির পাসওয়ার্ড ও ইউজার নেম লিখে সেইব করে রাখি।ফলে কোন আইডিতে প্রবেশ করতে আমার সময় কম লাগে।কারণ,আইডি গুলো কপি পেষ্ট করে প্রয়োজনীয় সাইডে প্রবেশ করতে পারি।যে আইডি গুলো অপেন হচ্ছে না সেগুলো নোটপেডে লেখা ছিল না।অগুলো বেশী বেশী ইউজ করতাম ফলে আইডি মুখস্ত ছিল।ভুলার সম্ভাবনা ছিল না তাই লেখা হয় নি।
অনেক কষ্ট করে একটা আইডি অপেন করেছি।এই আইডির লগ ইন তথ্য নোট পেডে লিখা ছিল।
কপি পেষ্ট দিয়ে যথারিতি লগইনে ক্লিক করি।ওরা একটু ভদ্র!আমার আইডি ভুল বলে নি।বলেছে পরাতন পাসওয়ার্ড তারা মনে করতে পারছে না।নতুন পাওয়ার্ড দেয়ার একটা পেজে নিয়ে গেছে।
কি আর করা।?????
নতুন পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলাম।।।।।।।
টেক টিউনে প্রবেশ করতে কোন সমস্যা হয় নি।টেক টিউনের আইডি আমার নোট পেডে লিখা ছিল।
আমার ধারনা কেউ এমন কিছু করেছে যাতে আমি যা যা টাইপ করি তা সে পেয়ে যায়।
কিন্তু আমি কোন কিছু কপি পেষ্ট করলে তা পায় না।
টেক টিউনে পড়েছি, হ্যাকাররা নাকি এমন কাজ করে থাকেন।কোন একটা ফাইল কম্পিউটারে ঢুকিয়ে দেন।ফলে...টাইপ করা তথ্য গুলো পেয়ে যান।আমি জানি না তারা কপি পেষ্ট করলে তা পান কি না?যদি তাও পেয়ে যান তবে আমার ধারনা কিছুক্ষনের মধ্যেই আমার টেক টিউন আইডি হ্যাক হবে।
কেউ কম্পিউটারে এমন কোন ফাইল ঢুকালে কি করে বুঝব?সেই ফাইল কোথায় এসে জমা হয়?বাচার
উপায় কি????????????
দয়া করে সাহায্য করবেন?
কি হচ্ছে?কেন হচ্ছে? কিভাবে হচ্ছ?
হ্যাকার ভাইদের প্রতি খুলা চিঠি-"আপনারা আর কোন মানুষ পান না?আমার পেছনে লেগেছেন কেন?আমার মত নগ্ণ্য প্রানীর আইডি হ্যাক করার মাঝে আপনারা কি মজা পান।জানি,বড় বড় ভি.আই.পি. দের আইডি হ্যাক করে বাচতে পারেন না।সরাসরি জেলের ভাত কপালে ফিকস্ট হয়ে যায়।।"
আমি তারা ভরা রাতে।। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মেয়ে বলে আমি আর তুচ্ছু তাচ্ছিল্লের শিকার হতে চাই না।।যে কোন বিষয়ে,আমি আমার মত স্বাধীনভাবে প্রকাশ করতে চাই।।আমারও ভাল লাগা মন্দ লাগার গুরূত্ব দিতে হবে।।ঘরে বাইরে সর্বত্র আমি মুক্ত কন্টী পাখীর মত গাইতে চাই,নাচতে চাই।।দেশ ও সমাজ গঠনে পুরূসের পাশে আমাদের সমান অংশ গ্রহন প্রতিষ্টা করতে হবে।।প্রয়োজনে মৃর্ত্যু কে আলিঙ্গন...
আসলেই তো চিন্তার বিষয়। ?%৳*@$# ……