আমি কি হ্যাকারদের দখলে চলে গেছি?

হ্যাকারদের নিয়ে সত্যি সমস্যা।বিশেষ করে কিছু কেচকা হ্যাকার মাইয়া মানুষ দেখলেই আইডি হ্যাক করতে চায়।আমি আমার তিনটা ফেইসবুক আইডি সেই সাথে ইমেইল আইডি হ্যাকারদের কাছে উৎসর্গ করেছি।উৎসর্গ বলার কারণ হল,মনের দুংখে হ্যাকারদের দ্বারা ডিসটার্ব হাওয়া এখন আমি আমার নিয়তির অংশ হিসেবে ধরে নিয়েছি।কোথাও কোন আইডি অপেন করতে ভয় লাগে,তবুও অবুঝদের মত ভুল হয়ে যায়।
সে যাই হোক,আজ আমি নতুন একটা সমস্যায় পড়ে টেক টিউনের দরবারে হাজির হয়েছি।।
মাননীয় হ্যাকার সাহেবরা আমার প্রতি একটু করূনা করলে ধন্য হতাম।
আমি আমার নতুন কোন আইডিতে প্রবেশ করতে পারছি না।?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!
প্রথমে ডুকতে চাইলাম ফেইসবুকে।ওরা বলে আমার নাকি টাইম নাই।পাসওয়ার্ড ভুল।আমি ভাবলাম হয়ত পাসওয়ার্ড ভুলেই গেছি(*পাসওয়ার্ড ঠিক ছিল)।
ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম।
ওরা চাইল আমার ইমেইল আইডি।
দিলাম।
বলল,আমার ইমেইলে পাসওয়ার্ড পাঠিয়ে দিয়েছে।
গেলাম ইমেইলের লগ ইন পেইজে।
আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন এ ক্লিক...........
"আপনি ভুল আইডি দিয়েছেন(কথাটা ওদের মত এবং ইংরেজীতে ছিল)"
আবারো দিলাম। আবারো ভূল।
আচ্ছা আমি কি সব কিছুই ভুলে যাচ্ছি।মানলাম ফেইসবুকের আইডির মত ইমেইল আইডি ভুলে গেছি।
ইমেইলের ফরগেট আইডি তে ক্লিক করে রিকভারী ইমেইল আইডি দিলাম।
ফেইস বুক আইডির মত ওরা বলল রিকভারী আইডিতে আমার পাসওয়ার্ড পাঠিয়ে দেয়া হয়েছে।
রিকভারী আইডি ক্লিক করেও একই কান্ড।দুসংবাদ হল-রিকভারী ইমেইল আইডির পাসওয়ার্ড ছাড়া আর কোন তথ্য মনে নাই।কারণ,আইডি টি অনেক পুরাতন।চেষ্টা করেও মনে করতে পারছি না।
কি ঘটছে দয়া করে কেউ বলবেন কি??
আরো কিছু বিষয় খুলাসা করে বলছি।
ইদানিং আমি নতুন কোন আইডি অপেন করলে নোট পোডে সেই আইডির পাসওয়ার্ড ও ইউজার নেম লিখে সেইব করে রাখি।ফলে কোন আইডিতে প্রবেশ করতে আমার সময় কম লাগে।কারণ,আইডি গুলো কপি পেষ্ট করে প্রয়োজনীয় সাইডে প্রবেশ করতে পারি।যে আইডি গুলো অপেন হচ্ছে না সেগুলো নোটপেডে লেখা ছিল না।অগুলো বেশী বেশী ইউজ করতাম ফলে আইডি মুখস্ত ছিল।ভুলার সম্ভাবনা ছিল না তাই লেখা হয় নি।
অনেক কষ্ট করে একটা আইডি অপেন করেছি।এই আইডির লগ ইন তথ্য নোট পেডে লিখা ছিল।
কপি পেষ্ট দিয়ে যথারিতি লগইনে ক্লিক করি।ওরা একটু ভদ্র!আমার আইডি ভুল বলে নি।বলেছে পরাতন পাসওয়ার্ড তারা মনে করতে পারছে না।নতুন পাওয়ার্ড দেয়ার একটা পেজে নিয়ে গেছে।
কি আর করা।?????
নতুন পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলাম।।।।।।।
টেক টিউনে প্রবেশ করতে কোন সমস্যা হয় নি।টেক টিউনের আইডি আমার নোট পেডে লিখা ছিল।
আমার ধারনা কেউ এমন কিছু করেছে যাতে আমি যা যা টাইপ করি তা সে পেয়ে যায়।
কিন্তু আমি কোন কিছু কপি পেষ্ট করলে তা পায় না।
টেক টিউনে পড়েছি, হ্যাকাররা নাকি এমন কাজ করে থাকেন।কোন একটা ফাইল কম্পিউটারে ঢুকিয়ে দেন।ফলে...টাইপ করা তথ্য গুলো পেয়ে যান।আমি জানি না তারা কপি পেষ্ট করলে তা পান কি না?যদি তাও পেয়ে যান তবে আমার ধারনা কিছুক্ষনের মধ্যেই আমার টেক টিউন আইডি হ্যাক হবে।
কেউ কম্পিউটারে এমন কোন ফাইল ঢুকালে কি করে বুঝব?সেই ফাইল কোথায় এসে জমা হয়?বাচার
উপায় কি????????????
দয়া করে সাহায্য করবেন?
কি হচ্ছে?কেন হচ্ছে? কিভাবে হচ্ছ?
হ্যাকার ভাইদের প্রতি খুলা চিঠি-"আপনারা আর কোন মানুষ পান না?আমার পেছনে লেগেছেন কেন?আমার মত নগ্ণ্য প্রানীর আইডি হ্যাক করার মাঝে আপনারা কি মজা পান।জানি,বড় বড় ভি.আই.পি. দের আইডি হ্যাক করে বাচতে পারেন না।সরাসরি জেলের ভাত কপালে ফিকস্ট হয়ে যায়।।"

Level 0

আমি তারা ভরা রাতে।। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মেয়ে বলে আমি আর তুচ্ছু তাচ্ছিল্লের শিকার হতে চাই না।।যে কোন বিষয়ে,আমি আমার মত স্বাধীনভাবে প্রকাশ করতে চাই।।আমারও ভাল লাগা মন্দ লাগার গুরূত্ব দিতে হবে।।ঘরে বাইরে সর্বত্র আমি মুক্ত কন্টী পাখীর মত গাইতে চাই,নাচতে চাই।।দেশ ও সমাজ গঠনে পুরূসের পাশে আমাদের সমান অংশ গ্রহন প্রতিষ্টা করতে হবে।।প্রয়োজনে মৃর্ত্যু কে আলিঙ্গন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলেই তো চিন্তার বিষয়। ?%৳*@$# ……

Level 0

আপনাকে একটা সাব্ধানি বার্তা দিচ্ছি
কখন কোন পাশওয়ার্ড নোড়প্যাডে সেইভ করবেননা; আপাদততো না ই
https://www.techtunes.io/internet/tune-id/24191/
আপনি বিকল্প কাগজ কলম ব্যবহার করতে পারেন
আর এখন আপনি নতুন করে উইন্ডোজটি সেটাপ দিন
আর হা আপনি একটা কাজ করেন আপনি এসেট নোড৩২ স্মার্ট সিকিউরিটি ব্যবহার করুন
https://www.techtunes.io/internet/tune-id/27183/

THNK u

Level 0

https://www.techtunes.io/tuner/luckyfm/
read & use this ESET nod32

    উপরের লিংকে ক্লিক করলে আপনার হোম পেইজে চলে যাচ্ছি। সেখানে অনেক গুলো টিউনের মাঝে আপনি কোনটা দেখতে বলছেন???

    Level 0

    আপনি ইন্টারনেট সিকিউরিটি বিষয়ক টিউনটি পড়ুন এবং ডাউনলোড দিন
    আর হা ডাউনলোড দেবার পর এবং ইনষ্টল দেওয়ার আগে উইন্ডোজটা একবার নতুন করে দিয়ে নিবেন

আমার কম্পিউটারের সি ড্রাইবের মেমরী অটো বাড়ছে কেন? অটো আপডেট অপ করা আছে। এডভান্স সিসটেম কেয়ার ব্যাবহার করে এক্সটা ফাইল ডিলিট দিয়েও কাজ হচ্ছে না। সমাধান দিন প্লিজ। গত কাল রাত থেকেই বাড়ছে। ইতিমধ্যে অন্য কোন ফাইল ইন্সটল দেই নি।মেমরী ফ্রি ছিল ১৬.৩ জি.বি, এখন এসে দাড়িয়েছে ১৪.২ জি.বি। কম্পিউটার রিস্টার্ট অথবা অপ অন করলেই বাড়ছে।

    লিনাক্স / উবুন্টুতে চলে আসুন – হ্যাকার , ভাইরাসকে ঘোল খাওয়ান …
    আপনার ইউজার নেম – পাসওয়ার্ড নিয়মিতই চুরি হচ্ছে বুঝা যাচ্ছে । আর টেক্সট ফাইলে ইউজারনেম পাসওয়ার্ড লিখে রাখা খুবই অনিরাপদ ।

    আমি তো ভাবতাম এটাই নিরাপদ।ধন্যবাদ আপনাকে।
    টেক টিউনে এসে অনেক কিছু জানলাম।আগে তো সারা দিন ফেইসবুক নিয়ে পড়ে থাকতাম।এখন যেমন টেকটিউন নিয়ে পড়ে থাকি।টেক টিউনে না আসলে লাইফটা ৮ আনা বৃথ্যা থেকে যেত।

Level 0

“malwarebytes anti malware” soft ti install korun…. keylogger n spyware remove korte soft tir juri nei…….

আপনি আমার এই টিউনটি দেখতে পারেন, কীলগার বা স্পাইওয়ারের মাধ্যমে হ্যাকারদের কাছে পাসওয়ার্ড যাবে না তার ১০০% গ্যারান্টি দিতে পারি।আমাদের মাইক্রোহ্যাকার আলমাসও এর দুর্বলতা বের করতে পারি নি। আপনি বের করতে পারলে, আমার টিউনে কমেন্ট করে জানাবেন।আর সফল হলেও জানাবেন।
আপনি যদি আগে থেকে এ পদ্ধতি ইউস করতে হ্যাক হত না। তবে আপনার ফেসবুক,টেকটিউন্স, মেইল, বা অন্যন্য সকল পাসওয়ার্ড যদি একই দিয়ে রাখেন তাহলে হ্যাক হতে পারে।

    আপনাদের অসাধারণ টিউনগুলোর কৃতঙ্গতা স্বরূপ ধন্যবাদটুকু গ্রহন করলে খুশী হব, যদিও ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করার কোন ইচ্ছা ছিল না।

Level 0

অপনার কম্পিউটারে সম্ভবত কেউ কি লগার ইন্সটল করে দিছে। সব থেকে ভালো হয় নতুন করে অপারেটিং সিস্টেম সেট আপ দেন।

যে কোন ধরণের হ্যাকিং প্রতিরোধ ও প্রতিকার করার ক্ষমতা রাখে- এমন দু’একজন টিউনার কে আমি জানি। একজন হচ্ছেন, আলমাস অপরজন Ready for everything even death সংক্ষেপে R-feed, (উপরেই আছেন)। কিন্তু দুঃখের বিষয়, পরীক্ষা-প্রস্তুতির উদ্দেশ্যে কয়েকদিন আগে আলমাস টেকটিউনস্ সাময়িকভাবে ছেড়ে দিয়েছেন। অপরজন একই কারণে আজ-কালের মধ্যে বিদায় নিচ্ছেন।

আমি একজন কম্পিউটার টেকনিশিয়ান । পেশাগত কারনেই অনেক ভাইরাস পেনড্রাইভের মাধ্যমে আমার সথে চলে আসে । আমি নিয়মিত ইন্টারনেট ইউজ করি আর আমার পিসিতে কোন এন্টিভাইরাসও নেই । কিন্তু তারপরও আমার পিসিতে কখনই ভাইরাস বা অন্য কোন সমস্যা সৃষ্টি হয়না । আসলে সঠিকভাবে কম্পিউটার ইউজ করলে কোন এন্টিভাইরাস বা সিকিউরিটি ছাড়াই ভাল থাকা যায় ।

আপু আপনি হ্যাকারের দখলে না কবলে পড়েছেন আর Lucky FM ভাইয়ের লিংকাটাতে তার নির্দেশ অনুযায়ী টিউন টি দেখুন।

    এই সাহায্য টিউনে কত কমেন্ট পড়েছে আর ঐ দিক থেকে সাহায্য চেয়ে টিউনাররা প্রায় আধ মরা। ( হায়রে মেয়ে মানুষ)

উপরের সবার কাছে আমি কৃতঙ্গ।দুইদিন আমার কম্পিউটার বন্ধ ছিল।পরিচিত এক কম্পিউটার বিশেষঙ্গ এসে সব কিছু ঠিক করে দিয়ে গেছেন।উনি বললেন আর নাকি হ্যাকার’রা কিছু করতে পারবে না।দেখী কি থেকে কি হয়?তবে কেন জানি উনাকেই আমার সন্ধেহ হচ্ছে।আমার ধারনা উনিই আমার হ্যাকার মহাশয়।এমন কোন প্রদ্ধতি আছে কি যা দ্বারা আমার কম্পিউটারে বিনাঅনুমতিতে প্রবেশকারী সম্পর্কে জানতে পারব।
্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্
কম্পিউটার অপারেটিং সিসটেম আমি খুব ভাল জানি না।বলতে পারেন ছোট ওয়ানের ছাত্রী।বুঝে না বুঝে ইন্সটল দেয়ার ফল পেয়ছি।না বুঝে আর কিছু ইন্সটল অথবা ডাউনলোড দেব না।।
্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌
আপনারা যারা আমার পোষ্টটিতে কমেন্ট করছেন তাদের সবার কাছে আমি কৃতঙ্গ।
তবে দুইটা নাম আলাদা করে বলা উচিত।
১.LuckyFM ভাই।
২.সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও।
আপাদের অনেক অনেক ধন্যবাদ।আপনাদের টিউনগুলো পড়ে অনেক কিছুই জেনেছি।
অন্তত্য নেষ্ট টাইম হ্যাকার আমার কাছে আসতে হলে দাওয়াত দিয়ে আসতে হবে।
্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্

    key scrambler নামে ফায়ারফক্স এর আরও একটি এড অন আছে। যা ইন্সটল করলে কীলগার অথবা স্পাইওয়ার কিছু করতে পারবে না। আমার টিউনের উপায় যেমন কার্যকরী ঠিক্ তেমননি এটা ও কার্যকরী। এটার কাজ করার প্রক্রিয়া এরকম- আপনি যখন এটা অন করে রেখে ইউজার নেইম ও পাসওয়ার্ড বসাতে হবে। প্রশ্ন হল- অন রাখতে হবে কেন?
    ধরুন আপনার পিসিতে কীলগার ইন্সটল আছে, অন রাখলে আপনি যা টাইপ করবেন এই সফটওয়্যারটা কী-লগার কে বুঝাবে যে আপনি অন্য কিছু টাইপ করেছেন, ফলে কীলগারে ভুল কী ইনফরমেশন রেকর্ড হবে।
    firefox এ tools- “add-ons” – Get add ons- এখানে একটা ছোট সার্চ বক্স পাবেন।এখানে টাইপ করুন key scrambler -এন্টার। আপনি সফটওয়্যার টা পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে ইন্সটল করে ফেলুন। তারপর পিসি রিস্টার্ট।
    এখন কোন জায়গায় পাসওয়ার্ড বসাতে হলে system tray এর নতুন একটা আইকন key scrambler এ ডাবল ক্লিক করুন।এবার এটা অন হবে। এবার পাসওয়ার্ড দিন।

    আপনি যখন বাংলা লিখতে যাবেন তখন এটা অফ করে রাখতে হবে।system tray এর নতুন একটা আইকন key scrambler এ ডাবল ক্লিক দিলে অফ হবে।

    তারা ভরা রাতে। says:
    ২৪ জুন, ২০১০ at 12:05 অপরাহ্ন

    আমার কম্পিউটারের সি ড্রাইবের মেমরী অটো বাড়ছে কেন? অটো আপডেট অপ করা আছে।
    সি ড্রাইভের মেমরী বাড়ছে কারণ হল পিসিতে কেও কীলগার ইন্সটল করে দিয়েছে। ফলে কীলগার ৫ সেকেন্ড পর পর screen shot তুলছে এবং মেমরী ফুল হচ্ছে।

    আপনি যদি আমার মত কম প্যাকেজের ইন্টারনেট , মানে মাসে ১ গিগা ব্যবহার করেন তাহলে অটো আপডেট অফ করে রাখবেন, সকল সফটওয়্যার এর আপডেট অফ করে রাখবেন। শুধু শুধু কষ্টের মেগাবাইট নষ্ট করার কোন মানে হয় না। কোন সমস্যা হলে মেইল দিতে পারেন likewarid{at}gmail{dot}com আমি july এর ৪ তারিখ পর্যন্ত আছি।

    কীলগার থেকে বাচার সাধারণ উপায়—- আপনি এই কমেন্টটা দেখতে পারেন। মাঝে মাঝে প্রশ্ন করলে অনেক কিছু জানা যায়।

    ঐ কমেন্টে আমার প্রশ্নের প্রতিটি কথা মনযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন, তাহলে কিছু বুঝতে পারবেন

    *** যদি আপনি কী লগার জাতীয় কিছু SPY এর শিকার হন তবে প্রথমেই Ctrl+Alt+Del চাপুন এবং User Name তালিকা থেকে System ও Local Service ছাড়া সব কিছু একটি একটি করে End Process করুন।

    আমি আনলিমিটেড(P2) প্যাকেজ ব্যবহার করি। অটো আপডেট অন থাকলে নাকি ইন্টারনেট থেকে আজে বাজে অপ্রয়োজনীয় ফাইল pc কে ক্ষতি করে।তাছাড়া নেটের স্পীট নাকি কমে যায়?আপনার কমেন্ট পেয়ে কৃতঙ্গ,এর বাইরে বেশী কিছু বলার ভাষা আমার কাছে এই মূহূর্তে নেই।
    ্‌্‌্‌্‌্‌্‌্‌
    কোন সমস্যা হলে মেইল দিতে পারেন likewarid{at}gmail{dot}com আমি july এর ৪ তারিখ পর্যন্ত আছি।
    ্‌্‌্‌্‌্
    july এর ৪ তারিখ পর্যন্ত আছি , কথাটির মানে যদি বুঝিয়ে বলতেন।
    ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌
    অপারেটিং সিসটেম আমি কম বুঝি,তাই আপনাকে আরো একটু কষ্ট দেব…
    key scrambler টাইপ করে একটা পেজ পেয়েছি,সেখানে ডাউনলোড কোন লিংক নাই। add to fairfox এ ক্লিক করেছি। কিছু একটা মনে হল ইন্সটল হচ্ছে কিন্তু কোথায় ইন্সটল হল বুঝতে পারলাম না।আমি অরবিটাল ডাউনলোডার ইউজ করি।সাধানণত দেখেছি ডাউনলোড করার সময় অরবিটাল ডাউনলোডারের পেজ আসে সেখান থেকে টারগেট ফোল্ডার নির্বাচন করে ডাউনলোড করি।কিন্তু আপনার দেখানো পথে সেরকম কোন পেজ আসে নি।
    আপনার কাছে সফ্টওয়্যারটি থাকলে আপনাকে যে ইমেল আইডি দিয়ে ইমেল করব সেখানে ডাউনলোড লিংকটা দয়া করে দিবেন।আগামী কাল ইমেল করব।
    ্‌্‌্‌্‌্‌্‌্‌্
    আমি পারসনাল ভাবে কম্পিউটার ইউজ করছি ৩ মাস প্রায়।কম্পিউটারের সব কিছু ভালভাবে বুঝতে পারি নি।ইংরেজী পড়ে পড়ে ইউজ করা যায়,তবে সব ফোল্ডারের কাজ কি জানা না থাকায় ইচ্ছা মত টাইপ করতে একটু ভয় লাগে।এর আগে কলেজের লেবে ইউজ করেছি তবে নিজের কম্পিউটার না থাকলে আসলে কিছুই শেখা যায় না।গত ৩ মাসে যা শিখেছি কলেজের লেবে তা শিখতে হলে ৩ বছর লাগত।
    ্‌্‌্
    আপনাদের সহযোগীতা আমার মনে থাকবে।আল্লাহর কাছে এর বিনিময়ে আপনাদের মঙ্গল কামনা করি।
    ভাল থাকবেন।

    সফ্টওয়্যারটি মনে হয় পেয়েছি।আগামীকাল জানাবো।

    july এর ৪ তারিখ পর্যন্ত আছি , কথাটির মানে যদি বুঝিয়ে বলতেন।
    কথাটা মানে কি আমি বলব না। তবে এটুকু বুঝতে পারছি, আপনি আমার ২য় টিউন দেখেন নি।
    ইন্সটল এর ব্যাপারে একটু পর জানাচ্ছি।

আটো আপডেট অন করা থাকলে এক্সপি, microsoft এর সাথে যোগাযোগ করে আপডেট নেয়। অন্য কিছু আনে না। আপনি কোন সাইট ভিজিট করছেন, এ সময় যদি আপডেট নেয়া শুরু করে তাহলে তো সাইটে যেতে দেরি হবে, সাভাবিক। বন্ধ রাখলেই ভাল। এত আপডেট কি করব?

আমি ঐ সফটওয়্যার এর লিঙ্ক দিলে ব্রাউজারে সাপোর্ট নাও করতে পারে।এই জন্য লিঙ্ক না দিয়ে ঐ প্রক্রিয়ার ইন্সটল করতে বলেছিলাম।

ঐ প্রক্রিয়ায় ইন্সটল করলে অরবিটাল ডাউনলোডারের ট্যাব আসবে না।
key scrambler টাইপ করে একটা পেজ পেয়েছি,সেখানে ডাউনলোড কোন লিংক নাই। add to fairfox এ ক্লিক করেছি। কিছু একটা মনে হল ইন্সটল হচ্ছে কিন্তু কোথায় ইন্সটল হল বুঝতে পারলাম না।
যদি ইন্সটল এ ক্লিক দেন তাহলে ইন্সটল হওয়ার কথা। তারপর পিসি রিস্টার্ট দিতে হবে। install হয়েছে কিনা এখন দেখতে হলে firefox এ tools- “add-ons”- extention এ ক্লিক দেন। এখানে key scrambler নামে সফট টা থাকলে বুজতে হবে ইন্সটল হয়ে গেছে। আর না থাকলে আমি আগের কমেন্টে যে প্রক্রিয়ার ইন্সটল করতে বলেছি, সে প্রক্রিয়ায় করুন।

ইন্সটল করার পর system tray তে key scrambler এর নতুন একটা আইকন। এখন কোন জায়গায় পাসওয়ার্ড বসাতে হলে key scrambler এ ডাবল ক্লিক করুন।এবার এটা অন হবে। এবার পাসওয়ার্ড দিন।

আপনি যখন বাংলা লিখতে যাবেন তখন এটা অফ করে রাখতে হবে।system tray এর নতুন একটা আইকন key scrambler এ ডাবল ক্লিক দিলে অফ হবে।

আর লিখতে ইচ্ছে করছে না। এটা না পারলে আমার প্রথম টিউনে যে প্রক্রিয়ায় অটো পাসওয়ার্ড দিতে বলেছি সেভাবে দিন। কোন সমস্যা হয়ে মেইল দিয়েন। আমি এ পেজ আর আসব না। হিস্টোরি দেখতে গিয়ে আজ এ পেজ এ এসেছি, না হলে আসতাম না।

    ধন্যবাদ আপনাকে।সফ্টওয়্যারটি ভালভাবে ব্যাবহার করতে পারছি।কোন কিছু টাইপ করলে উপরে অর্থহীন লেখা আসে কিন্তু আমার টাইপগুলো কম্পিউটার ভালই একসেপ্ট করে।সত্যি অসাধারণ সফ্টওয়্যার , ধন্যবাদ দিয়ে আপনাকে আর ছোট করব না। ভাল থাকুন,যেখানেই থাকেন না কেন?।

আপনি আরো হ্যাকড হোন এই দোয়া রইল।