আমি আগেই বলে রাখি আমি একজন নতুন টিউনার । সুতরাং কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন
সবায় নিশ্চয়ই ভাল আছেন, আমি ভাল আছি।
ভাই আমি কিছুদিন আগে আমার লেপ্টপ এ উইন্ডজ ৮.১ ইন্সটল দিয়েছি। এতে কিছু সমসসার সৃস্টি হয়েছে
১. আমি লেপ্টপ এর ওয়েব কেম ওপেন করতে পারছি না। যখনই ওপেন করতে যাচ্ছি তখনই WMASF.dll মিসিং দেখাচ্ছে। এখন আমি কি করতে পারি??
২. আমার লেপটপ এর ব্লুটুথ ডিবাইস খুজে পাচ্ছি না। যখনই ওপেন করতে চাই তখনি নিচের জিনিস্টা দেখতে পাই local device error
3. কিভাবে উইন্ডুজ ৮.১ একটিভ করব???
এখন আমি কি করব তা বুজতে পারছি না
তাই আপনাদের সরনাপন্ন হলাম...
আশা করি আপনারা এর একটা সমাধান দিবেন 🙂
আমি জাতির বিবেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
1. OS এ ফাইল মিসিং। নতুন করে ওএস দেন।
2. ড্রাইবার আপডেট করেন। এটা My computer> manage>device manager থেকে করতে পারবেন।
3. লিনাক্স চালান। [অনুরোধ]