আমি কিছুদিন আগে Odesk এ একটা অ্যাকাউন্ট খুলি কিছু বড় ভাইদের প্রেরণায়। ভাগ্যের জোরে, প্রথম সপ্তাহেই বিড করে কাজ পাই দুই জায়গায়। আমার কাজ ভালই এগিয়ে যাচ্ছিলো এবং টাকাও ভালই যোগ হচ্ছিলো অ্যাকাউন্ট এ। কিন্তু হঠাত করে জানতে পারি যে টাকা তোলার সময় নাকি ব্যাংক অ্যাকাউন্ট নামের সাথে Odesk এর নাম মিল করে Odesk টাকা দেয়। কিন্তু আমি Odesk এ অ্যাকাউন্ট খোলার সময় অত খোঁজ খবর না নিয়ে আমার ফেসবুকের নাম দিয়ে অ্যাকাউন্ট খুলি যেটা আমার আসল নাম না। যেমন ধরেন, আমার আসল নাম জেড আর এম জাকির আর আমি Odesk এ ব্যাবহার করেছি জাকির হাসান। তো সমস্যা বুঝতেই পারছেন, আমি যদি ব্যাংক এ অ্যাকাউন্ট খুলতে যাই তাহলে আমার আসল নাম দিয়ে খুলতে হবে আর Odesk যদি দেখে আমার ব্যাংক অ্যাকাউন্ট এর নাম আর Odesk এর নাম এক না তাহলে টাকা Withdraw করতে দিবেনা।
তবে আমি অনেক চেষ্টার পর একটা উপায় বের করলাম। আমি DBBL এর মোবাইল ব্যাংকিং এ একটা অ্যাকাউন্ট খুলবো ভাবছি জাকির হাসান নাম দিয়ে। এর জন্য প্রয়োজনীয় ফেক কাগজ রেডি, মানে জাকির হাসান নামের জন্ম নিবন্ধন করা ডকুমেন্ট রেডি। এখন কথা হল, আমি ধরেন ২/৩ বার এই ফেক মোবাইল অ্যাকাউন্ট দিয়ে টাকা তুললাম এবং পরে সময় করে ন্যাশনাল আইডি কার্ড এবং ব্যাংক স্টেটমেন্ট দিয়ে Odesk অ্যাকাউন্ট ভেরীফাই করে নাম বদলিয়ে নিলাম। এতে কি আমার কোন সমস্যা হবে পরে?
জানালে খুবই উপকার হত।
এর সাথে আরও কিছু ইনফর্মেশন দিলে আরও ভালো হতঃ
DBBL এর অ্যাকাউন্ট দিয়ে আসলেই কি টাকা তোলা যায়? গেলে কিভাবে? আর প্রতিবার টাকা তুলতে কত খরচ হবে, মানে ব্যাংক কত কাটবে?
আমি JakirHassan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনি দুইটা একাউন্টের একটা ডিলেট কইরা দেন। ধরা পড়লে আপনার দুইটা একাউন্টই বেন কইরা দিব oDesk. এইরকম অনেকেই খাইছে, সাবধান।