সাহায্য চাই !!!! সাহায্য চাই !! (Hidden Folder Recovery)
ভাইয়া এটাই আমার প্রথম টিউন ।
আমি একটা সমস্যায় পরেছি যে আমার laptop তে একটা ফোল্ডার পাসওয়ার্ড সফটওয়্যার ইন্সটল করা ছিল ও কিছু ফোল্ডার হিদে করা ছিল। ভুলবশত সফটওয়্যার টি আনইন্সটল হয়ে যায়, ও হাইদ করা ফোল্ডার আর পাছিনা। কিন্তু মেমোরি জাইগা নিয়ে আছে। আমাকে কেউ কি সাহায্য করবে কিভাবে ফোল্ডার এর ফাইল গুলো recovery পাব????
আমি sultan-tamluk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।