টেকটিউন প্রোফাইলে মেইল ঠিকানা আপডেট করতে পারছিনা

আমি গতকাল থেকে অনেক চেষ্টা করেছি কিন্তু কোনভাবেই টেকটিউনস প্রোফাইলে আমার মেইল ঠিকানা পরিবর্তন করতে পারছিনা। যতবার নতুন মেইল ঠিকানা দিয়ে আপডেট দিই ততবারই আমার পূর্বের মেইল ঠিকানা থেকে যাচ্ছে।

এমতাবস্থায় আমার করণীয় কি?

কেউ কি সাহায্য করতে পারেন???

আর একটা ব্যাপার টেকটিউনস সার্ভার খুব স্লো মনে হয়।

Level 0

আমি সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমারও একই সমস্যা।আমার মেইল [email protected] দেয়া আছে।কিন্তু এটি বর্তমানে আমি ব্যবহার করি না।[email protected] ঠিকানাটি মেইল হিসেবে দিতে চাই।কিন্তু আপডেট করলে সেই পুরোনো মেইলই দেখায়।আশাকরি টেকটিউন কতৃপক্ষ বিষয়টি দেখবেন।

ভাই টেকটিউনসে মেইল ঠিকানা পরির্বতন করা যায় না।

ভাই আপনি যদি Mozila Firefox ব্যবহার করেন তাহলে “Google Gears” নামে একটা Add-ons আছে। সেটা ব্যবহার করে দেখতে পারেন। “Google Gears” Enable করার পর দেখবেন WordPress এ বানানো যত সাইট আছে সবগুলোই তাড়াতাড়ি লোড হচ্ছে।

Level 0

আপনি Tools থেকে Google Gears নামে Addonটি ইন্টল করে দেখতে পারেন….

“অদ্ভুত”, “Tanvir VX”, “মেঘবন্ধু” কে ধন্যবাদ।

“অদ্ভুত” ভাই প্রোফাইল পেজে কিন্তু অনেকগুলো বাটন দেয়া আছে যাতে লিখা “Update Information”!!!!

    হবে না ভাই, আপনি যেই ইমেইল দিয়ে রেজিস্টেশন করেছেন সেটাই থাকবে। পেজ দ্রুত লোড হওয়ার ব্যাপারে (ক্লিক করুন)