কাঠ বা অন্যন্যা জিনিসের মাপের সফটওয়ার চাই

আমার কয়েকটি দরজা বানানো দরকার কিন্তু কি ভাবে সিএফটি বের করতে হয় জানা নাই। বড়ই বিপদে আছি। যেমন আমার একটি দরজার মাপ হলো পাশে ৩৭ ইঞ্চি, উচ্চতা ৮১.৫ ইঞ্চি আর পুরুত্ব হলো ১.৭৫ ইঞ্চি। এখন এটা সিএফটি হিসেবে কতটুকু বুঝতে পারছি না। কারো যদি জানা থাকে এই পদ্ধতিতে কি করে সিএফটি বের করে তাহলে বিস্তারিত জানালে অনেক উপকার হয়। আর যদি কাঠের মাপ বের করার কোন সফটওয়্যার থাকে তাহলে আরো উপকার হয়।

Level 0

আমি সজল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্যারি আমার জানা নাই, তবে জানতে ইচ্ছে করছে। আপনি কারো কাছ থেকে জানলে আমায় জানাবেন।
[email protected], এই ইমেল লিখে সার্চ দিয়ে ফেইসবুকের মাধ্যমেও জানাতে পারেন।

Level 0

দৈঘ্য (ফুট)*প্রস্থ(ইঞ্চি)*থিকনেস্থ(ইঞ্চি)*সংখ্যা/১৪৪ = সিএফটি

আপনার পরিমাপ হবে:
(৮১.৫ ” = ৬.৭৯ ফিট।)

তাহলে, ৬.৭৯*৩৭*১.৭৫*১/১৪৪ = ৩.০৫৩ সিএফটি

বুঝতে অসুবিধা হলে মেইল করতে পারেন [email protected]

    Level 0

    অনেক অনেক ধন্যবাদ।

Level 0

থিকনেস্থ জায়াগায় থিকনেস অর্থাৎ পুরত্ব পড়তে হবে।

Level 0

অথবা,
দৈঘ্য (ইঞ্চি)*প্রস্থ(ইঞ্চি)*পুরুত্ব(ইঞ্চি)*সংখ্যা/১৭২৮ = সিএফটি

আপনার পরিমাপ হবে:

৮১.৫X৩৭X১.৭৫X১÷১৭২৮ = ৩.০৫৩ সিএফটি

বুঝতে অসুবিধা হলে মেইল করতে পারেন [email protected]

    Level 0

    gmshahin@ আপনার নিয়মটি বেশ কাজের। কিন্তু আমার দুটি প্রশ্ন আছে।
    (১) ৮১.৫X৩৭X১.৭৫ এর পর আবার ১ দিয়ে গুন কেন করা হলো এবং ১৭২৮ দিয়ে ভাগ কেন দেয়া হলো?
    (২) এই নিয়মটি কি যে কোন সাইজের জন্য প্রযোজ্য?

Level 0

সজল ভাই আমি এ ব্যাপারে একটু পরামস দিবো তাহল , ১ সিএফটি = ১ ফুট (এক কথা) , ১৪৪ পাঠ = ১ সিএফটি বা ফুট , ১২ পাঠ = ১ ইঞ্চি, ১২ ইঞ্চি = ১ ফুট , এখন আপনি ১ সিএফটি কাঠ কি ভাবে বাহির করবেন , পাশ (১২ ইঞ্চি) * পুরুত্ব (২ ইঞ্চি) * উচ্চতা (৬ফুট বা ৭২ ইঞ্চি ) ( উচ্চতার ক্ষেএে এখানে হিসাবে ফুট আসবে মনে রাখবেন) = ১৪৪ পাঠ বা ১ ফুট বা ১ সিএফটি । জানিনা কতো টুকু বুজাতে পেরেছি , না বুজলে বা কিছু জানার থাকলে mail করতে পারেন । ( [email protected]) R আপনার হিসাব টা হবে ৩৭ (ইঞ্চি) * ১.৫ (ইঞ্চি) * ৬.৮০ (ফুট বা ৮১.৫ ইঞ্চি ) = ৩৭৭.৪ পাঠ বা ২.৬৩ (প্রায়) ফুট বা সিএফটি ।