উবুন্টুতে গ্রামীণ ফোন মোডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাবে কি?

বেশ কিছুদিন যাবত এই সাইটের টিউনগুলো পড়ছিলাম। বেশ ভালো লেগেছে। এটাই এখানে আমার প্রথম জিজ্ঞাসা। কেউ কি দয়া করে বলতে পারেন উবুন্টুতে/লিনাক্সে গ্রামীণ ফোন ইন্টারনেট মোডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাবে কিনা? যদি যায় কিভাবে কনফিগার করতে হবে? যদি কারো কাছে কোন লিংক থেকে থাকে তা জানতে চাচ্ছি।

Level 0

আমি সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জি ভাই করা যাবে এবং খুব সহজ, প্রথমে মডেম লাগান কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর উপরের বার থেকে নেটওয়ার্কের যে আইকন দেখতে পাবেন সেখান থেকে গ্রামীণফোন লেখায় ক্লিক করুন, তাহলে কানেক্ট হয়ে যাবে।

“অদ্ভুত” আপনাকে ধন্যবাদ। আমি চেষ্টা করে দেখছি যদি কোন সমস্যা হয় তাহলে জানাবো।

    জি ভাই সমস্যা হলে জানাবেন এবং আমার নিচের কমেন্টের মধ্যে যে লিংক আছে সে সাইটগুলো ভিজিট করুন।

উবুন্টু নিয়ে টিউনের সংখ্যা খুবই কম, পত্রপত্রিকায় লেখালেখিও কম। তাই টেকটিউনস্- এ উবুন্টু নামে পৃথক একটি বিভাগ থাকা দরকার ছিল। এই টেকটিউনস্-এই কোন এক টিউনার মন্তব্য করেছিলেন যে, ইন্টারনেট সংযোগ থাকলে উবুন্টুর মতো মজার জিনিষ আর হয় না। এতে অনুপ্রাণিত হয়ে এক্সপি’র সাইড বাই সাইড উবুন্টু সেট-আপ দিয়েছি আজ অনেকদিন হলো। ব্যবহার করে তেমন একটা মজা পাচ্ছি না। বাংলা লিখতে পারছি না।

উবুন্টু/লিনাক্স মিন্টে হেন জিনিস নাই ব্যবহার করা যায় না , গ্রামীন মোডেম তো আরো সহজে ব্যবহার করা যায় । কোন ড্রাইভার বা কিছুই ইন্সটল করতে হয় না !
তবে নতুন ৩জি মোডেমটা ব্যবহারের জন্য কিছু কাজ করতে হবে – বিস্তারিত এইখানেঃ http://jamal919.wordpress.com/2010/05/27/configuring-new-3g-gp-modem-huawei-e1550-in-ubuntu-linux-mint/