হোস্টিং এর সমস্যায় ভূগছি । সাহায্য করুন-যত তাড়াতাড়ি সম্ভব…

আমার একটি ডোমেইন আছে। আমি freehostia তে ফ্রী হোস্টিং করতে চাচ্ছি। কিন্তু তারা আমার ডোমেইন কনফার্ম করার জন্য নেম সার্ভার যুক্ত করতে বলতেছে। তো আমি আমার সি প্যানেল এ গেলাম, গিয়ে দেখি DNS লিখা আছে, আমি ওখানে ক্লিক করে Manage DNS এ গেলাম। ওখানে NS Records a  ক্লিক করে Add new NS a ক্লিক করলাম। এবার নিছের মত একটা উইন্ডো আসলোঃ

আমি Free hostia থেকে নেম সার্ভার পরিব্ররতন এর জন্য একটা এড্রেস এবং আইপি পেয়েছি। কিন্তু এখানে কোথায় আমি এড্রেস এবং আইপি দিব।

আবার কিছুক্ষন পরে যদি DNS এ ঢুকছি তাহলে নিচের মত দেখাচ্ছেঃ

ভাই আমাকে সাহায্য করেন। হোস্টিং এখন আমার পক্ষে কেনা সম্ভব না। আর আমি WordPress এর মাধ্যমে ব্লগ করব, ফ্রী করার সিস্টেম থাকলে বলবেন।

Level 0

আমি নেওয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 278 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাহ্‌ নেওয়াজ পাভেল, সাধারণ একজন মানুষ!যা জানি তা নিয়ে সন্তুষ্ট নয়, কিন্তু জানার যে আগ্রহ তাই নিয়ে সন্তুষ্ট। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(বিএসসি ৩য় বর্ষ)বিভাগে পড়াশোনা করছি। বর্তমানে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার সমস্যাটাযে কি তা আমি যদিও বুঝতে পারছিনা তবে নিচের লিংকটা একটু দেখে আসতে পারেন আশা করি সমাধান পেয়ে যাবেন।
http://zcwbd.com/zahid/tune_id_612

আপনার ডোমেনটি সম্ভবত আরফিটেক থেকে নেয়া।
যাই হোক আপনার ডোমেন কন্ট্রোল প্যানেলে লগ ইন করুন>
তার পর DNS

দুঃখিত লেখা শেষ হয়ার আগে সাবমিট করে ফেলেছি..
DNS লেখার নিছে দেখুন Name Servers লেখা আছে। এভার তাতে ক্লিক করুন>
যে পেজ টি আসল এখান থেকে নেম সারভার লিস্ট থেকে সব ডিলিট করে দিন>
তারপর প্রথম ঘরে টাইপ করেন dns1.freehostia.com এবং পরের ঘরে টাইপ করেন dns2.freehostia.com তারপর নিচে Submit বাটনে ক্লিক করুন।
আশা রাখি ২৪ঘন্টার মধ্যে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।

আর ফ্রি হোস্টিয়ার দরকার কি?
বাংলাদেশে http://www.littlebytes.net ডোমেন কিনলে ১০০ এমবি ফ্রি হোস্টিং দিচ্ছে।
আপনার ডোমেনটি ট্রান্সফার করলেো আপনি এ সুযোগ পাবেন।

ধন্যবাদ সবাইকে