অভিজ্ঞদের কাছ থেকে সাহায্য চাই

ওয়েব ডিজাইন কী দিয়ে শুরু করা যায়? এইচটিএমএল, ফন্টপেজ, জাভা, পিএইচপি, জুমলা, ওয়ার্ড প্রেস, ড্রিমওয়েভার নাকি অন্য কিছু? ................ এত কিছুর বিজ্ঞাপন প্রতিদিন কোথা থেকে শুরু করা যায় তাই বুঝতে কষ্ট হচ্ছে.....

আমি দীর্ঘ দিন থেকে টিউন পড়ে আসছি আমার নিজের টিউন করার সাহস হয়নি। সব সময় মনে হয়েছে যারা টিউন করছে তারা সবাই আমার চেয়ে অনেক জানে। আমি বাংলায় লিখা প্রকটিস করছি মাত্র। বিজয় ব্যবহার করতাম। মনে হলো আর ওটা ব্যবহার করা ঠিক হবে না। অভ্রতে অভ্যস্ত নই তাই প্রথম একটু অসুবিধা চচ্ছে চাইপ করতে। বানান ভুলের সম্ভবনা খুব বেশী সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে নতুন টিউনার হিসেবে আমি কিছু নতুন কম্পিউটার ব্যবহারকারীদের নিয়ে টিউনকরছি শিঘ্রই প্রকাশ করব। আমি নিজে ভিবি-৫ ও ৬ নিয়ে যদিও কাজ করছি কিন্তু এর চাহিদা অনেক কম। এ ভাষাটি আমার মত অল্প কম্পিউটার জানা মানুষের জন্য....

সবাই ভাল থাকবেন সেই প্রত্যাশায়.............

Level 0

আমি মনির শিকদার। Programmer, Rabeya Jute Mills, Chapainawabganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am working as a programmer at Rabeya Jute Mills, Chapainawabganj, Bangladesh. Expert in Visual Basic, HTML, PHP, MySql, Wordpress, SEO, Webdesign, Web development, Basic Computer Troubleshooting, Database maintenance, Photoshop etc. Interested to help others.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি কোনটা দিয়ে ওয়েবপেজ তৈরী করবেন এটা আপনার দক্ষতার উপর নির্ভর করে।তবে নতুনদের জন্য ফন্টপেজই সহজ হবে।

ওয়েব ডিজাইন শিখবেন?হ্যা হলে আগে HTML,CSS,JavaScript,PHP,Database(MySQL) এসব শিখুন।এ কয়েকটি দিয়েই ডাইনামিক ওয়েব পেজ তৈরী করা যায় এগুলো শিখতে পারলেই আপনি প্রোগ্রমার হয়ে যাবেন।আর প্রোগ্রামিং না শিখে ওয়েব পেজ তৈরী করতে চাইলে কোন একটা CMS(Content Management System) এর কাজ শিখে নিন।সবচেয়ে জনপ্রিয় CMS এর গুলোর মধ্যে আছে Joomla,Wordpress ইত্যাদি।জাভা লাগবেনা এটা সফটওয়্যার ডিভলপারদের জন্য।

খালেদ মাহমুদ খান ও রেজোয়ান ভাইকে অসংখ্য ধন্যবাদ………… HTML এর ট্যাগ গুলি সম্পর্কে আইডিয়া হয়েছে মোটামুটি সিএসএস সম্পর্কে জানতে চেষ্টা করছি।

ভাইয়া , আপনি যেহেতু ওয়েব ডিজাইন শিখতে চান, আপনাকে সবার প্রথমে ফটোশপ ভালো করে শিখতে হবে । এরপর আপনি এইচটিএমএল এর বেসিক ট্যাগ গুলো শিখুন । এরপর সিএসএস, জাভাস্কিপ্ট শিখুন । আর সব কিছু এগুলো প্র‍্যাকটিস করার জন্য ড্রিমওয়েভার ব্যবহার করুন । আপনি যেহেতু কম্পিউটার জানেন সুতরাং সহজেই ড্রিমওয়েভার ব্যবহার করতে পারবেন । এরপর পিএইচপি , মাইএসকিউয়েল ইত্যাদি শিখুন ধাপে ধাপে ।

আর আরেকটা কথা অবশ্যই যেসব সাইট আপনি ইন্টারনেট ব্যবহার করার সময় দেখেন সেই সব সাইট নিজে ডিজাইন করার চেষ্টা করুন । এতে প্র‍্যাকটিকাল কাজ শিখা হবে ।

এবং সমস্যাই পরলে তো আমাদের সকলের প্রিয় গুগল ভাই আছে না !!

আসলে এত অল্প কথাই এসব বুঝানো কঠিন । তাই যারা ওয়েব এ কাজ করেন তাদের সাথে সরাসরি কথা বলুন ।

ধন্যবাদ