আমি একটা ওয়েব সাইট বানাতে চাই।ডোমেইন হোস্টিং এই সব দিয়ে কিভাবে বানাবো আর এই জন্য কি কি
শিখতে হবে সব কিছু জানতে চাই।ব্লগ এ কি ভিডিও সাইট বানানো যাবে।আমি ব্লগ এর প্রাই সব কিছু পারি কিন্তু ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োগ বুঝি না। আমাকে বলুন আর সাইট লিংক বা আপনার নম্বার দিন web site ta video song r web site hobe
আমি sumonbgh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নিজেই নতুন এবং কিশোর একজন ব্লগার এবং ওয়েব ডিজাইনার। তবে যা জানি সেটা দিয়েই পরামর্শ দিচ্ছি।
ওয়েব ডিজাইনের জন্য আপনাকে ওয়েব ডিজাইনের বিভিন্ন ভাষা যেমনঃ html, css, jquery, javascript, php ইত্যাদি ইত্যাদি জানতে হবে। তবে html, css অবশ্যই অবশ্যই জানতে হবে। ওয়েব ডিজাইনের স্বরবর্ণ হল html, css। এগুলো সব আপনি অনলাইনে টিউটোরিয়াল দেখে দেখে এবং নিজ প্রচেষ্টায় শিখতে পারবেন। আর এক্সপার্ট ভাইয়াদের সাহায্য নিবেন।
আর ব্লগ ডিজাইন হল সিএমএস (Content Management System)। আপনি যেহেতু ব্লগিং করেন। সেহেতু আপনি এ বিষয়ে জানেন। ব্লগ ডিজাইনেও এসব ল্যাঙ্গুয়েজ প্রয়োজন। ব্লগ কাস্টমাইজেশনে আপনাকে এসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। আপনি উল্লেখ করেননি যে, আপনি কোন প্লাটফর্মে ব্লগিং করছেন। ব্লগস্পট নাকি ওয়ার্ডপ্রেস? ব্লগিং এ একদম নতুনদের জন্য ব্লগস্পট বেস্ট। তারপরে ওয়ার্ডপ্রেস।
ডোমেইন+হোস্টিং দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসে যেকোন ব্লগ সাইট বানাতে পারেন। তবে শুধু বানালেই হবেনা। তা পরিচালনা করতে আপনাকে ওয়ার্ডপ্রেস জানতে হবে। আর ব্লগস্পটে শুধু নিজের ডোমেইন ব্যবহার করেই ফ্রি হোস্টিং -এ ব্লগ করতে পারেন। আর ভিডিও ব্লগ বলতে কি বুঝাতে চাচ্ছেন ঠিক বুঝতে পারলাম না। তবে হ্যাঁ, বানানো যাবে।
আপনাকে যেসব পরামর্শ দিলাম এগুলো দিয়েই আমি আজ মধ্যম একজন ব্লগার। ছোট একটি ব্লগ খুলেছি ব্লগস্পটে। আমার ব্লগ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আশা করছি। আমার ব্লগ সাইটঃ http://www.bloggermaruf.com
– ধন্যবাদ
আব্দুল্লাহ আল মারুফ
ব্লগার মারুফ ডট কম