সুপ্রিয় এক্সপার্ট ওয়েব ডিজাইনার ও ওয়েব ডেভেলপার ভাইগণ। আমি একটি নিজের জন্য ওয়েব সাইট তৈরী করতে খুবই আগ্রহী।কিন্তু কিছুতেই কিছু করতে পারছিনা। শেখার খুবই চেষ্টা করছি কিন্তু পারছিনা। যদি কেউ সাহায্য করতেন তাহলে আামার বিশ্বাস আমি পারব।
এখন আমি যে সমস্যায় পড়েছি তা হল:
আমি টেবিল এট্রিবিউট এর সাহায্যে একটি প্র্যাকটিস ওয়েব সাইটের লে-আউট তৈরী করতে চেষ্টা করছি। এখন সমস্য হল আমার ওয়েবসাইটের নাম একটি রোতে লিখলা্ম এবং নিচের রোতে মেনুবার তৈরী করলাম । ব্রাউজারে ওপেন করার পর দেখি, ওয়েব সাইটের নাম ও মেনুবারের মাঝে একটা ফাকা স্পেস। ওয়েবসাইটের নাম এর রো এবং মেনুবারের রো এর ব্যাকগ্রাউন্ড কালার ছিল সবুজ। তাই এই দুইয়ের মাঝে ৫পিএক্স এর মত ফাকা বা সাদা ব্যাকগ্রাউন্ড দেখা যায়। আমি বুঝতে পারছিনা কিভাবে এই দুইটি রোকে একই ব্যাকগ্রাউন্ডের এর মধ্যে নিয়ে আাসা যায়।
দয়া করে কেউ যদি হেল্প করতেন খুবই কৃতজ্ঞ হতাম।
ধন্যবাদ সবাইকে।
আমি রফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।