প্রিয় ভাইয়েরা, বেশ কিছুদিন হল আমি জুমলার পেছনে লেগেছি। ইচ্ছা জুমলা সম্পূর্ন শিখব। এখন সমস্যা হল এক্সটেনশন নিয়ে। ফ্লাশ মডিউল নামক এক্সটেনশন দিয়ে ফ্লাশ ব্যনার দেখানোর চেষ্টা করছি। কিন্তু ওয়েব পেইজ এ ফ্লাশ এড করতে পারছি না। আবার ফিফা উইজেড ও অ্যড করেছি। কিন্তু কিছুই দেখায় না। এখন আপনাদের সাহায্য চাই।
এই অ্যড্রেস এ জুমলা প্র্যাকটিস করছি: http://rakib.vistapanel.net/
আমি জুমলা ১.৫ ভার্সন ইউজ করছি।
আমি রাকিব। Developer, BitTwister IT GmbH, Neu Ulm, Germany। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যা কিছু ভাল, সবই চাই।
ভাই কেউ কী নাই? জুমলা টা ভালভাবে শেখার খুব ইচ্ছা আমার।