আশা করি সবাই ভাল আছেন। গত দুদিন থেকে একটা ছোট সমস্যায় পড়েছি। আমাদে আইটি প্রেমী রুহুল ভাইয়ের দেওয়া মিডিয়া প্লেয়ার alshow install করার পর uninstall করেছিলাম। ঠিক তারপর থেকে আমার thumbnails কাজ করছেনা। কেউকি সাহায্যে হাত বাড়াবেন প্লিজ।
আগে যেকোন ফরমাটের ভিডিও ফাইল এই রকম দেখাত
এখন দেখায় এই রকম thumbnails নির্বাচ করার পরেও।
আমি View তে গিয়েও চেষ্টা করেছি কিন্তু কোন কিছুতে কাজ হচ্ছে না।
ধন্যবাদ সবাইকে।
আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS
আপনি ভিডিও ফাইল এর ক্ষেত্রে ফাইলটির প্রপার্টিজ এ যান।তারপর opens with option টি থেকে change বাটন এ ক্লিক করে windows midea player সিলেক্ট করেদিন। তারপর always use the selected program to open this kind of file অপশন টি টে টিক দিয়ে দিন।আশা করি কাজ হবে।ভাল থাকবেন।