খুবছোট একটা সমস্য, অথচ সমাধান পাচ্ছিনা, প্লিজ সাহায্য করুন……

আশা করি সবাই ভাল আছেন। গত দুদিন থেকে একটা ছোট সমস্যায় পড়েছি। আমাদে আইটি প্রেমী রুহুল ভাইয়ের দেওয়া মিডিয়া প্লেয়ার alshow  install করার পর uninstall করেছিলাম। ঠিক তারপর থেকে আমার thumbnails  কাজ করছেনা। কেউকি সাহায্যে হাত বাড়াবেন প্লিজ।

আগে যেকোন ফরমাটের ভিডিও ফাইল এই রকম দেখাত 

tec1

 

এখন দেখায় এই রকম thumbnails নির্বাচ করার পরেও।

tec2

আমি View তে গিয়েও চেষ্টা করেছি কিন্তু কোন কিছুতে কাজ হচ্ছে না।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি ভিডিও ফাইল এর ক্ষেত্রে ফাইলটির প্রপার্টিজ এ যান।তারপর opens with option টি থেকে change বাটন এ ক্লিক করে windows midea player সিলেক্ট করেদিন। তারপর always use the selected program to open this kind of file অপশন টি টে টিক দিয়ে দিন।আশা করি কাজ হবে।ভাল থাকবেন।

    Level 0

    ধন্যবাদ আপনাকে।

আপু আপনার Screen Shot টি দেখে মনে হচ্ছে – আপনার AVI ফাইলটির Decoder dll ফাইলটি Uninstall হয়ে গেছে । আপনি Remixx.AVI ফাইলটি চালায়ি দেখুন , মনে হয়-এটি চলবে না – Decoder downloading Error দেখাবে । আর চললেও ফাইলটির শুধু Audio শোনা যেতে পারে, কিন্তু Video দেখাবে না । আর আপনি Screen Shot – এ WAV ফাইলটিকে দেখিয়েছেন । কিন্তু WAV অর্থাৎ WAVE ফাইল শুধুমাত্র Audio ফাইল এর ক্ষেত্রে হয়ে থাকে । এর Thumbnils টি কখনই Video এর মত হবে না । এটি যে Player এর সাথে Default করা আছে এটি Thumbnils অবস্থাতেও শুধু তার Icon টি দেখাবে , এখন যেমনটি দেখাচ্ছে । এবং DAT ফাইলটিও Thumbnils অবস্থায় কখনই Video mode এ দেখাবে না । এটিও যে Player এর সাথে Default করা আছে এটি Thumbnils অবস্থাতে শুধু তার Icon টিই দেখাবে , এখন যেমনটি দেখাচ্ছে । অর্থাৎ আপনার WAV এবং DAT ফাইলগুলো ঠিক আছে । শুধুমাত্র সমস্যা হয়েছে আপনার AVI ফাইল এর ক্ষেত্রে । কারণ তো আগেই বলেছি – Decoder dll ফাইলটি Uninstall করার সময় পড়ে গেছে ।

আপু আপনি ঐ Codec Software টি অথবা অন্য কোন Codec Software যেমন – VLC Media Player অথবা K-Lite Mega Codec Pack ইত্যাদির যেকোন একটি পুনরায় Install করুন । আশাকরি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে এবং পুনরায় AVI ফাইলটির Thumbnils দেখতে পাবেন ।

    K-Lite Mega Codec Pack পুনরায় Install করুন শুধু Install করবার সময় [IMG]http://i46.tinypic.com/b7f39t.png[/IMG] এই ফরম এলে গোল চিহ্ন দেওয়া অংশে টিক দিয়ে নিন।

    যা হোক ইমেজ লিংক তো কাজ করলো না । ওট কপি করে দেখে নিন।

    Level 0

    ভাই আপনি যেটা বলেছেন আমি বুজতে পারিনি। আমার ছবিতে যা আছে তার সব গুলই ভিডিও ফাইল এমন কি সব গুলু প্লেহয়। আর আমি প্লেয়ার পরিবর্তন করেও দেখেছি কাজ হয়না। আচ্ছা VLC Media Playe এর Codec Software টি কোথায় পাবো জানলে ঊপক্বত হতাম, সম্ভব হলে ইমেলে পাঠান প্লিজ। [email protected] ধন্যবাদ

    নূরা আপু , আপনি VLC এর চাইতে K-Lite Mega Codec Pack টি ব্যবহার করুন । এটি VLC এর চাইতেও ভাল হবে । আর জাহাঙ্গীর ভাই তো নিচে লিংক দিয়েই দিয়েছেন । ওখান থেকে ডাউনলোড করে নিন ।

Nurjahan আপু ছোট্ট একটা সমাধান দিচ্ছি ট্রাই করে না থাকলে ট্রাই করে দেখুন।
System Restore Point থেকে থাকলে Restore করুন অবশ্যই Point টা মিডিয়া প্লেয়ার alshow install করার পূর্বের হতে হবে।
সহজ পদ্ধতি তবুও কাজ হলে জানাবেন আশাকরি।

আর সেতু (ভাই/বোন)এর থিম সেটাপ নিয়ে টিউনটা
ভালভাবে পরলে অনেক কিছু জানা যেতে পারে।

    Level 0

    ভাইয়া এত পিছনে যাওয়া এখন সম্ভব নয়, সেতুর লেখাটি পড়েছি, দেখি কিকরা যায়। ধন্যবাদ

আপনি K-Lite Mega Code মেগাপ্যাক Install করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে!! এখান http://www.soft82.com/download/windows/k-lite-mega-codec-pack/থেকে ডাউনলোড করে Install করার সময় Next দেয়ার ৪র্থ ধাপে দেখতে পাবেন
thumbnails অপশন এখানে AVi/Mp4/3gp/jpg/gif/mpeg
সবগুলো ঘরে টিক মার্ক দিন এরপর Next দিযে সেটাপ শেষ করুন!! এবার কম্পিউটার Restart দিন…………..কি দেখলেন ম্যাজিক!!!! এভাবে আপনি AVi/Mp4/3gp/jpg/gif/mpeg সহ সব কিছু thumbnails দেখতে পাবনে!!

Level 0

ডাউনলোড হয়েছে এই লিং থেকে। http://www.soft82.com/get/download/windows/k-lite-mega-codec-pack/ তবে ফায়ারফক্সে নয়, internet Explorer দিয়ে। এখন সব কিছুই কাজ করছে। ধন্যবাদ আপনাদার সবাইকে।