আমার ল্যাপটপের কি জানি হইছে দুই-তিন দিন পরপর সেটআপ দেয়া লাগে । সেটআপ দেয়ার পর দুই থেকে তিনদিন ভালভাবেই চলে, এরপর রাত্রে ল্যাপটপ অফ করে সকাল বেলায় যখন অন করতে যাই তখন
windows starting লোগো তা ঠিক ঠাক আসে, তারপর থেকে মনিটর এ আর কিছু দেখা যায় না । মনিটর এর কালো স্ক্রীন শুধু আসে আর যায় । ঐ অবস্থায় কয়েকবার অন করার চেষ্টা করলে শেষে দেখায়
যে windows রান করতে যে ফাইল গুলা লাগে তা মিসিং । পুনরায় যখন উইন্ডোজ সেটআপ দেই আবার সব ঠিক । এইভাবে প্রায় ২০-২৫ বার সেটআপ দিয়া চালাইলাম । এখন কম্পিউটার অন করতেই ভয় করে
যে আবার সেটআপ দিতে হয় কিনা ।
আমি উইন্ডোজ C Drive এ ইন্সটল দেই আর বাকি সব কিছু অন্য ড্রাইভ এ ইন্সটল দেয়া । avast internet security(fake serial) ভার্সন আগে ব্যবহার করতাম, আমার মনে হইত
ভাইরাস নাই । তবে এই সমস্যার পর থেকে আর avast ইন্সটল করা হয় নাই । তবে একবার না দুইবার microsoft security essential দিয়া পুরা কম্পিউটার স্কান করছি, ভাইরাস ধরা পড়ে নাই
। ভাবতেছিলাম IDB তে নিয়া যাওয়ার আগে আপনাদের কাছে সাহায্য চাইব ।
আরেকটা কথা এই সমস্যাটা আগে ছিলোনা । কয়েকদিন আগে ল্যাপটপ চালানোর সময় আমার ল্যাপটপ(কীবোর্ড) এর উপর প্রায় আধা মগ পানি পরে গেছিল । আমি সাথে সাথে ল্যাপটপ একদিকে কাত করে পানি
সব বের করে ল্যাপটপ অন করলে আল্লাহ র রহমতে ল্যাপটপ অন হয় এবং ভালভাবেই চলতে থাকে(পানি ভালভাবেই পড়ছিল) । তার কিছু দিন পর থেকেই সমস্যা টা শুরু । কিন্তু এর সাথে দুইদিন পরপর উইন্ডোজ
সেটআপ দেয়ার সম্পর্কটা আমি বুঝতে পারতেছিনা ।
পুরা হার্ডডিস্ক কি ফরম্যাট করব !!! আর যদি ভাইরাস জনিত সমস্যা হয়ে থাকে তবে কোন অ্যান্টিভাইরাস দিয়া স্কান করব দয়া করে জানাবেন ।
আমার ল্যাপটপের কনফিগারেশনঃ
অপারেটিং সিস্টেমঃ windows 8
র্যামঃ 2 GB
হার্ড ডিস্কঃ ৫০০ গিগাবাইট
কম্পিউটার হার্ডওয়্যার এক্সপার্ট ভাইদের কাছে সাহায্য কামনা করছি । আমি জানি Techtunes এ অনেক এক্সপার্ট ভাইএরা আছেন ।
আমি shamimmoeen। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
onek somoy .dll file missing ar karone ata hoy , apni apnar operating system ar CD/DVD change kore try korte paren.