উইন্ডো ৭ সেটাপ করতে গিয়ে একটা সমস্যায় পড়ি,
সেটা হল কারো কারো ল্যাপটপে মোট একটা ড্রাইভ ভেঙ্গে ৪/৫ টা করতে চাইলে ৩টার বেশী ড্রাইভ হচ্ছে না।
অর্থাৎ ৩টা ড্রাইভ ক্রেট করার পরে "New" ওপশানটি আর আসছে না। বাকী মেমরি ড্রাইভ ছাড়াই থাকে। পরে অবশ্যই আবার সব ড্রাইভ ভেঙ্গে ৩টাই করা যায়।
এটার কারন কি আমি খুজে পাইনা। দয়া করে এব্যাপারে যদি কেউ সাহায্য করতেন। বড়ই উপকৃত হতাম।
আমি তাজুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভা্লবাসি
উইন্ডোজ 7 ইন্সটল করার সময়, যদি পার্টিশন ভাংগেন তাহলে প্রতিটি পার্টিশন প্রাইমারী হিসেবে তৈরি হবে। আর একটি হার্ড ডিস্ক এ তিনটি এর বেশি প্রাইমারী পার্টিশন থাকতে পারে না, এজন্য আপনি তিনটির বেশি পার্টিশন তৈরি করতে পারছেন না। আপনি সেটাপ করার সময় শুধু C ড্রাইভ টা তৈরি করুন। অন্য জায়গা গুলো Unallocated থাকবে, উইন্ডোজ সেটাপ শেষে আপনি কোন পার্টিশন ম্যানেজার বা উইন্ডোজ এর ডিফল্ট Disk Management টুলটি ব্যবহার করে যতগুলো খুশি পার্টিশন বানাতে পারবেন।