ব্লগ বা, ওয়েবসাইটে লেখার মাঝে লিঙ্কে ক্লিক করলে তা কিভাবে newtab এ ওপেন করান যায়

আমি একটা প্রব্লেমে পরেছি কেউ কি সাহায্য করতে পারবেন…।
আমার একটা ব্লগ আছে …ওখানে কোনো লেখার মাঝে লিঙ্ক দিয়ে তাতে ক্লিক করলে তা new tab এ ওপেন হয়না, ব্লগ থেকে সরাসরি ওই লিঙ্ক এ চলে জায়।
লিঙ্কে ক্লিক করলে তা কিভাবে newtab এ ওপেন করান জায় দয়া করে কেউ বলবেন কি?
সাহায্য এর অপেখখায় রইলাম
আমার ইমেইল : [email protected]

Level 0

আমি মোঃ ওলি উর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি কিন্তু আপনাকে মেইল করেছিলাম। আপনি মেইল পান নি ? নাকি আমার দেখেনো নিয়ম অনুসারে কাজ হয় নি। আপনার সাইটের ঠিকানা কি ?
তাছাড়া টে টি এর মন্তুব্যে html কোড লিখে আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে টে টি আপনি কোড দেখতে পাবেন না। টে টি এটা নিজের মনে করে ধরে নিবে। যেমন আমি একটা লিঙ্ক দিচ্ছি. এখানে ক্লিক করলে নতুন ট্যাব অপেন হবে.
এখানে ক্লিক দিলে নতুন ট্যাব অপেন হবে

Level 0

আপনার ওয়েব সাইটের ঠিকানা দিলে হয়ত সাহায্য করতে পারি
যা হোক ব্লগস্পটে ঠিকানা হলেত নতুন টেবে হওয়ার কথা
আমারটা দেখেন
http://luckyfmtt.blogspot.com/

আপনি যদি লিংকটিকে একটি নতুন ট্যাবে ওপেন করতে চান , তাহলে href এর পূর্বে আপনাকে target=’_blank’ কোডটি ব্যবহার করতে হবে । নিম্নে কোডটির গঠন Example দেখানো হলোঃ

এই লিংকটিতে ক্লিক করলে তা একটি নতুন ট্যাবে ওপেন হবে । আমি কোডটির প্রথমিই যে ইনভারটেড কমা (‘) ব্যবহার করেছি , তা আপনি অবশ্যই বাদ দিয়ে যাবেন । কারণ কোডটিকে মন্তব্য হিসেবে প্রর্দশন করানোর জন্য আমি এটি ব্যবহার করেছি ।

    মনে হচ্ছে কমেন্টে Java Code ব্যবহারের কোন নিয়ম নেই । যাই হোক কোডটি আমি আবারও উল্লেখ করলামঃ

    a target=’_blank’ href=’#/’></a

    কোডটির সর্বপ্রথমে “” অবশ্যই ব্যবহার করবেন । কোডটিকে প্রদর্শনের জন্য এই দুটিকে আমি বাদ দিয়ে গিয়েছিলাম ।

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।আপনাদের টিপস এ কাজ করেছে।