বহুনির্বাচনি প্রশ্ন গদ্য: অংশ-৮
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
মহেশ
১৫। গফুর পরের জমি কতটুকু ভাগে চাষ করে?
ক. বিঘে দুয়েক খ. বিঘে তিনেক
গ. বিঘে চারেক ঘ. বিঘে পাঁচেক
উত্তর: গ. বিঘে চারেক
১৬। আমিনা বাবার থালায় কী সাজিয়ে দিল?
ক. পলাশ খ. শাকান্ন গ. নিরামিষ ভাত ঘ. পানতা ভাত
উত্তর: খ. শাকান্ন
১৭। গফুরের মহেশকে থানায় দিয়েছিল কারা?
ক. তর্করত্নরা খ. পুলিশরা গ. মানিক ঘোষেরা ঘ. পেয়াদারা
উত্তর: গ. মানিক ঘোষেরা।
জাগো গো ভগিনী
১। বেগম রোকেয়া কিসের বিরুদ্ধে লেখনী ধারণ করেছিলেন?
ক. পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা খ. সমাজে নারীর অবমূল্যায়ন
গ. নারীর প্রতি সামাজিক অত্যাচার
ঘ. মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কার
উত্তর: ঘ. মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কার
২। বেগম রোকেয়া অগ্রণী ভূমিকা রাখেন কিসে?
i. মুসলিম নারী জাগরণে ii. নারী শিক্ষা বিস্তারে
iii. নারীকে স্বনির্ভর ও স্বাবলম্বী করতে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i
৩। ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধের মূল বক্তব্য কী?
ক. নারী সমাজের সম্ভাবনা খ. নারী শিক্ষার গুরুত্ব
গ. নারীর পশ্চাৎপদতা ঘ. নারীর অধিকার
উত্তর: খ. নারী শিক্ষার গুরুত্ব
৪। অশিক্ষিত চক্ষু কী দেখে?
ক. মরীচিকা খ. ধূলি-কর্দম গ. ধোঁয়াটে বস্তু ঘ. অন্ধকার
উত্তর: খ. ধূলি-কর্দম
৫। নারীর কাজ কেমন দরে বিক্রি হয়?
ক. সস্তা দামে খ. নগণ্য দামে গ. বিনা মূল্যে ঘ. খুব নিম্নমূল্যে
উত্তর: ক. সস্তা দামে
৬। ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধটি কোন রচনার অংশবিশেষ?
ক. মনুষ্যত্ব খ. নারী জাতির অধিকার
গ. নারী জাতির অবনতি ঘ. স্ত্রী জাতির অবনতি
উত্তর: ঘ. স্ত্রী জাতির অবনতি
৭। ‘আমরা দুর্বলভুজা, মূর্খ, হীনবুদ্ধি নারী’—সে দোষ কার?
ক. নারীর নিজের খ. পুরুষের গ. সমাজের ঘ. ধর্মের
উত্তর: ক. নারীর নিজের
৮। কোন শিক্ষার বিরুদ্ধে অধিকাংশ লোকের একটা কুসংস্কার আছে?
ক. আধুনিক শিক্ষা খ. মাদ্রাসা শিক্ষা
গ. স্ত্রীশিক্ষা ঘ. কেতাবি শিক্ষা
উত্তর: গ. স্ত্রীশিক্ষা
৯। ‘জাগো গো ভগিনী’তে শিক্ষিত চক্ষু কী দেখে?
ক. বিলাসব্যসন খ. শিক্ষার আলো
গ. হীরা-মানিক ঘ. ধূলি-কর্দমা
উত্তর: গ. হীরা-মানিক
১০। ‘সম্মার্জনী’ শব্দের অর্থ কী?
ক. সবার জন্য খ. ঝাড়ু/ ঝাঁটা
গ. সবাইকে ক্ষমা করা ঘ. দাঁতের মাজন
উত্তর: খ. ঝাড়ু/ ঝাঁটা
১১। আমাদের প্রকৃত অবনতি দেখিয়ে দিচ্ছে কে?
ক. বিবেক খ. শিক্ষা গ. চোখ ঘ. শিক্ষিত সমাজ
উত্তর: ক. বিবেক
১২। ‘নীহার’ শব্দের অর্থ নিচের কোনটি?
ক. বিধাতা খ. নরম মাটি গ. রাত্রিবেলা ঘ. হিমানী
উত্তর: ঘ. হিমানী
১৩। ‘নীলকান্ত মণি’ শব্দের অর্থ কী?
ক. নীল আকাশ খ. নীল রঙের আকাশ
গ. নীল রঙের মূল্যবান পাথর ঘ. নীল রং
উত্তর: গ. নীল রঙের মূল্যবান পাথর
১৪। ‘পতিত পাবন’ শব্দের অর্থ কী?
ক. অজ্ঞ লোক খ. জ্ঞানী লোক
গ. মহামানব ঘ. যিনি পাপীকে ত্রাণ করেন
উত্তর: ঘ. যিনি পাপীকে ত্রাণ করেন
১৫। আজকাল অধিকাংশ লোক স্ত্রীশিক্ষাকে কী মনে করে?
ক. অপ্রয়োজনীয় খ. চাকরি গ্রহণের উপায়
গ. কুসংস্কার ঘ. অনাবশ্যক।
উত্তর: খ. চাকরি গ্রহণের উপায়।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
Copy From - http://DujoneBD.com
আমি জীবন যোদ্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি লিঙ্ক দিতে পারিনা ক্যারে ?