সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে টেকটিউন এ আমার প্রথম পোষ্ট পাবলিশ করলাম। কম্পিউটার চালনায় আমার জ্ঞান "গিফট অব মাগি" পড়ার মত। আশা করি কম্পিউজ্ঞ ভায়েরা আপুরা আমাকে হেল্প করবেন।
এই http://67.205.74.177/dialer.msi PC2Phone ডায়ালার সফটওয়ারটি আমার কম্পিউটারে (উইন্ডোজ 7) ইন্সটল করতে পারছিনা। ইন্সটল করতে গেলে এমন ম্যাসেজ আসে।
উইন্ডোজ এক্স পি, ২০০০, ভিস্তা'য় কম্পেটিবিলিটি মুডে রান করাতে চেষ্টা করেছি, মাগার আমি ফেল। কেউ কি আমাকে বলবেন আমি কিভাবে সফটওয়ারটি আমার কম্পিউটারে ইন্সটল করতে পারি।
আমি শারফুদ্দীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজকে নিয়ে বলার বা ভাবার মত কিছুই নাই আমার জগতে। তবে ইহা সত্য "ন্যাজ বিহীন বলদ"।
নো কমেন্টস ! 🙁