আমার একটি ওয়ার্ড প্রেস থিম প্রয়োজন…!!!

ভাই টেকটিউন এর মত আমার একটি ওয়ার্ডপ্রেস থিম প্রোয়জন। যেখানে নির্বাচিত টিউন থাকবে টপ টিউনার থাকবে এবং টপ কমেন্টার থাকবে।

আমি টেকটিউনস এর মত একটি ব্লগ করতে চাচ্ছি, সুতরাং দয়া করে কেও কি আমাকে সাহায্য করবেন ? আর এটা আমার কাছে খুব জরুরি।

Level 0

আমি নেওয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 278 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাহ্‌ নেওয়াজ পাভেল, সাধারণ একজন মানুষ!যা জানি তা নিয়ে সন্তুষ্ট নয়, কিন্তু জানার যে আগ্রহ তাই নিয়ে সন্তুষ্ট। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(বিএসসি ৩য় বর্ষ)বিভাগে পড়াশোনা করছি। বর্তমানে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই টেকটিউনস তো কাস্টমাইজ থিম ব্যবহার করে। আপনি যে কোন ভাল প্রতিষ্ঠান থেকে ওর্ডার দিয়ে থীম তৈরী করে নিতে পারেন। আমার পরিচিত দুইজন ব্যক্তি আছে তাদের কাছ থেকে থীম ডিজাইন করতে পারবেন। যদি ইচ্ছা থাকে আমাকে বলেন আমি তাদের ঠিকানা দিব যোগাযোগ করে কথা বলে নিতে পারেন।

    হ্যা দেন তাহলে ভালো হয়…

    আর এই ব্লগ টা একটু দেখেনঃ http://w4study.com
    এই ব্লগে যখন আমি পোস্ট করছি তখন ইমেজ এর কোনো অপশন পাচ্ছি না।
    যার কারনে পোস্ট এর পাশে No Image লেখা আসছে…

WordPress অথবা Blogger এ একমাত্র Administrator ব্যতীত অন্য কারো টিউন বা পোষ্ট করার অনুমতি নেই, তবে কমেন্ট করার অনুমতি রয়েছে । যদি অন্যকেউ আপনার ব্লগে পোষ্ট করতে চায় তবে সেক্ষেত্রে অবশ্যই তার কাছে আপনার Account name এবং Password টি থাকতে হবে । আর যদি আপনি ডোমেইন কিনে তাতে আপনার ব্লগটি হোস্ট করেন তবে সেক্ষেত্রে হয়তোবা এ ধরনের অনুমতি দেয়া থাকতে পারে ।

    হ্যা ভাইয়া আমি ডোমেইন কিনে হোস্ট করেছি…

    যদি ডোমেইন কিনেই থাকেন তাহলে আর কিছু ডলার খরচ করে WordPress এর Premium Theme কিনে নেন । তাহলেই তো সব ঝামেলাই মিটে যায় । আর Premium Theme কিনলে Theme টিকে Customized ভাবে সাজানোর জন্য তাদের কাছ থেকে Live Support ও পাবেন ।

Level 0

I can help you .Find me in http://maidul.techsloution4u.com/