SARDU দিয়ে আমি একটি win xp , win7 আর কিছু utility যোগ করে ISO বানিয়েছিলাম । আমার কাছে শুধু ISO ফাইলটি আছে। আমি চাই win xp আলাদা করতে । এটা কি করা সম্ভব ?
আমি অনেক কষ্ট করে win xp customize করে সব ISO একসাথে করে SARDU দিয়ে একটি ISO বানিয়েছিলাম ।
এখন আমার window XP আলাদা ভাবে খুবই দরকার,কেউ একটু হেল্প করুন।
আমি রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুল ফোল্ডারে WinSetup নামে যে ফোল্ডার আছে ওর মধ্যে আপনি আপনার এক্স পি এর সব ফাইল পাবেন। সার্ভিস প্যাক অনুযায়ী XPSP2 or XPSP3 থাকবে। ওখান থেকে ফাইল গুলো কপি করে Nlite অথবা অন্য কোন সফট দিয়ে বুটেবল করে নিন, হয়ে গেল আপনার এক্স পি ISO আলাদা। 😀 :mgreen: