এই ব্লগে এমন কেউ কি আছেন যিনি Local Network Connection এর সেটিং জানেন । আমি BTCL এর Broadband ব্যবহার করি । আমি HUB এর মাধ্যমে একটা কম্পিউটার থেকে LAN Connection দিয়ে ৩ টা কম্পিউটারে Internet Access দিতে চাই । আমি Windows 7 ব্যবহার করি । যদি কেউ জেনে থাকেন , বা করতে পারেন তবে একটু প্লিজ সাহায্য করবেন । খুব বিপদে আছি ।
আমি আমন্ত্রন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবচেয়ে ভালো হত যদি আপনি রাউটার ব্যবহার করতেন, যদি রাউটার এ সমস্যা থাকে তাহলে সুইচ ব্যবহার করুন। আপনার পিসি থেকে নেট শেয়ার করতে হলে আপনাকে অবশ্যই এক্সট্রা ল্যান কার্ড ইউস করতে হবে। একটি দিয়ে আপনার কানেকশন ইন হবে আর অন্যটা দিয়ে ল্যান এর মধ্যে ইন্টারনেট শেয়ার করবে।