আমি ল্যাপটপে windows 7 ব্যাবহার করি। আমি নিজেই এটা ইনস্টল করি। এখনো সেভেনে পাকা হতে পারি নাই। দুই তিন আগে আমি উবুন্তুও ইনস্টল করি। দুই দিন ভালই ছিল। আজ হঠাৎ করে সেভেনের ফাইল মিসিং হয়ে যায়। আবার আমি সেভেন ইনস্টল করি।রিপিয়ার করতে চেয়েছি কিন্তু হয়নি। তাই পরে আনেক বার চেষ্টার পর চালু করতে পারি।
কিন্তু সমস্যা হল ইনস্টল করার পর দেখি, আমার হার্ড ডিস্ক-এ এখন শুধু সেভেন আছে। যাক পরে আবার উবুন্তু ইনস্টল করবো। কিন্তু বড় সমস্যা হল যখন ইনস্টল দেই উবুন্তুর জন্য আনেক ড্রাইভ ভাগ করা ছিল, মানে আমার হার্ড ডিস্ক ৩২০ গিগা এখন শুধু ২০০ গিগার ৫টা পার্টিশন দেখাচ্ছে(৫টা পার্টিশন আগেই ছিল)।
আবার এই পার্টিশন আগের মত করতে হলে কি আবার আমাকে সেভেন ইনস্টল দিতে হবে নাকি? কেউ কি এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারেন?
আমি সুখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।