ফিরে দেওয়া হোক টেকটিউন্স সার্চ বক্স।

নতুন বছরের শুভেচ্ছা ও সালাম সবাইকে, আসা করি সবাইকে নিয়ে সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। আমি আমার ব্যক্তিগত জীবনে হাজারো সমস্যার সমাধান খুব সহজে পেয়েছি টেকটিউন্স সার্চ বক্সের মাদ্ধ্যমে এবং আমার মত হাজার ও টিউনার ভাই পেয়েছে এই সুবিধা। খুব ছোট্ট এই টিউনের মাদ্ধ্যমে টেকটিউন্স সুপার আডমিন, আডমিন, মডারেটর ভাইদের জানাতে চাই দয়া করে টিউনার অ্যান্ড ভিজিটরদের সার্থে সার্চ সুবিধাটি খব দ্রুত প্রতিথাপন করা হোক এই আমাদের দাবি... !

ভিসিটর ভাই-বোনদের প্রতি ...... সবাই কমেন্ট করে আপনাদের মনের কথা জানিয়ে দিন যে আপনারও সার্চ বক্স প্রয়োজন ।

Level 0

আমি সাব্বির আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানি অনেক; তবুও ছোট... তাই বড় হতে সাহায্য করবেন।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার ও সার্চ বক্স প্রয়োজন

সপ্তাহ খানেক আগেও সার্চ বক্স দেখতে পেয়েছিলাম। অথচ এখন এটা নেই। অবাক হবার মত একটা বিষয়।
সার্চ বক্স অত্যন্ত গুরুত্বপূর্ন একটা বিষয়। আশা করি কতৃপক্ষ এটা ফিরিয়ে দেবেন।
আর কতৃপক্ষের উচিত ছিল এটা কেন সরানের হল সেটা পাঠকে বলে দেয়া।

Level 0

আমার ও সার্চ বক্স প্রয়োজন ভাই অনেক দিন যাবৎ কিছু খোজার চেষ্টা করছি কিন্তু সার্চ বক্স না থাকায় সত্যি বিপাকে আছি, দয়া করে আবার ও সার্চ বক্স দেয়া হোক ।

Level 0

সহমত। আবার ও সার্চ বক্স দেয়া হোক ।